বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই এলাকায় তৃণমূল জিতে যাওয়ায় শুক্রবার এলাকায় চলে বিজয় উৎসব। ঘটনার পর রাতে এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগের আঙুল সেই আইএসএফের দিকে।
আরও পড়ুন:ভোট যেতেই মাথা কামিয়ে ফেললেন! অদ্ভুত ছবি শুভেন্দুর জেলায়, তুমুল শোরগোল
আরও পড়ুন: ‘টাকা দিয়ে চাকরি কিনে কারা কাজ করছে?’, ED-CBI এর কাছে তালিকা তলব বিচারপতি অমৃতা সিনহার
advertisement
স্থানীয় সূত্রে খবর, ঘটনায় এলাকার কয়েকজন তৃণমূল কর্মী প্রতিবাদ করতে যায়। তার পরেই আইএসএফ কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের লক্ষ্য করে তেড়ে যায়। এরপর পালাতে গিয়ে এক তৃণমূল কর্মী নান্টু গাজী পড়ে গেলে তাকে আইএসএফ কর্মীরা এলোপাথাড়ি ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
রাতেই ঘটনাস্থলে যায় ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী। আহতকে প্রথমে ক্যানিং হাসপাতালে নিয়ে আসা হয়। আঘাত গুরুতর থাকায় চিকিৎসকরা তখনি তাকে কলকাতার হাসপাতালে রেফার করে। সেখানেই মৃত্যু হয়েছে নান্টুর। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
সুমন সাহা