এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিখ্যাত সাঁতারু সায়নী দাস বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করলে পড়ার কোনো ক্ষতি হয় না। আমি নিজে সাঁতারের পাশাপাশি পড়াশোনা সমানভাবে চালিয়ে যাচ্ছি। তবে নিজের মনের শক্তিই বড় শক্তি। তাই আমি চাইবো এখানকার সমস্ত শিশুকে সাঁতার শেখান। সাঁতার শিখলে শরীর ভালো থাকে,মন ভালো থাকে, যেকোন কাজের এনার্জি শক্তি তৈরি হয়।”
advertisement
আরও পড়ুনঃ রাস্তার উপর ত্রিপল টাঙিয়ে বসে পড়ল সবাই! ‘রোড যন্ত্রণা’-এর উপশমের দাবি
এদিন বিধায়ক বিশ্বনাথ দাস সুইমিং পুলের পাশে তৈরি হওয়া সেলফি জোনের উদ্বোধন করে সাঁতার শেখার প্রয়োজনীতা তুলে ধরেন। এছাড়া এদিন সাঁতার শেখার প্রয়োজনের উপর মূল্যবান কথা তুলে ধরলেন জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জী, নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার। এদিন থেকেই শুরু হয়ে গেল সুইমিং পুলে সাঁতারের প্রশিক্ষন।
সুমন সাহা