TRENDING:

Sundarbans: বাঘে টেনে নিয়ে গেল মৎস্যজীবীকে! সুন্দরবনে ৪৮ ঘণ্টায় দু'জন বাঘের কবলে!

Last Updated:

Sundarbans: ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বাঘের কবলে আরও এক মৎস্যজীবী। ভয়াবহ ঘটনা সুন্দরবনে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সুন্দরবন: আবারো সুন্দরবনে বাঘের কবলে আরও  এক মৎস্যজীবী শিবপ্রসাদের দেহ খুঁজে না পেতে পেতে  আরও একজন মৎস্যজীবী ৪৮ ঘণ্টা কাটতে না কাটতে ফের বাঘের কবলে পড়ে নিখোঁজ হলেন এক মৎস্যজীবী। নিখোঁজ মৎস্যজীবীর নাম দুঃখে ওরফে দুর্গাপদ বরকন্দাজ (৫৫)। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সুন্দরবনের ঝিলা ২ নম্বর জঙ্গলে। এদিন সন্ধ্যা পর্যন্ত কোন খোঁজ মেলেনি ঐ মৎস্যজীবীর।এদিন ভোরে গোসাবার ৯ নম্বর কালিদাসপুর গ্রাম থেকে প্রতিবেশী লক্ষ্মী মণ্ডলের সাথে কাঁকড়া ধরতে মরিচঝাঁপির জঙ্গলে গিয়েছিলেন তিনি। সেখানেই যখন কাঁকড়া ধরছিলেন তখন দুর্ঘটনা ঘটে। তবে সঙ্গীকে বাঘে ধরলেও লক্ষ্মীর সাহস হয়নি বাঘের সাথে লড়াই করে ছাড়িয়ে নিয়ে আসার।
 ফের বাঘের কবলে এক মৎস্যজীবী
 ফের বাঘের কবলে এক মৎস্যজীবী
advertisement

ঘটনার পর এ বিষয়ে গ্রামে এসে খবর দিতেই সেখানে নেমে আসে শোকের ছায়া। এ বিষয়ে স্থানীয় বন দফতরের বসিরহাট রেঞ্জ অফিসে জানানো হলে, বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযান চালালেও শেষ পর্যন্ত কোন খোঁজ মেলেনি দুঃখের। গত মঙ্গলবার সকালেও শিবপদ সরকার নামে এক মৎস্যজীবীকে কাঁকড়া ধরার সময় বাঘে তুলে নিয়ে গিয়েছিল। এখনও কোন খোঁজ মেলেনি সেই মৎস্যজীবীর। এ ব্যাপারে আমাদেরকে জানান লক্ষ্মী মন্ডল বলেন, “ দুজনেই কাঁকড়া ধরছিলাম। হটাৎ করে দুঃখে চিৎকার করে ওঠে। পিছনে ঘুরে দেখি বাঘ ওঁর ঘাড়ে কামড় বসিয়ে টানতে টানতে জঙ্গলে নিয়ে যাচ্ছে।

advertisement

আমি একা আর সাহস পাইনি বাঘের মুখ থেকে ওঁকে ছাড়িয়ে আনার।” সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টার তাপস দাস বলেন, “ এঁদের জঙ্গলে প্রবেশের কোন বৈধ অনুমতি ছিল না। বারে বারে মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে যাতে কেউ জঙ্গলের ভিতরে ঢুকে মাছ, কাঁকড়া না ধরেন, কিন্তু সেই কথা না শুনে জঙ্গলে প্রবেশ করলেই বিপদ ঘটছে। ওঁরা নিজেরা সচেতন না হলে চলবে না।” এখনো পর্যন্ত ৪৮ ঘন্টা আগে ঠিক এই জঙ্গল থেকে শিবপ্রসাদ সরকার বাঘে টেনে নিয়ে গিয়েছে এখনো পর্যন্ত তার দেহে উদ্ধার হয়নি তার রেস কাটছে না কাটতে আবারো আর এক মৎস্যজীবীকে বাঘে টেনে নিয়ে গেল।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষকদের জন্য সুখবর! ৫ জেলার সেচ ব্যবস্থার আধুনিকীকরণে নয়া উদ্যোগ রাজ্যের
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Sundarbans: বাঘে টেনে নিয়ে গেল মৎস্যজীবীকে! সুন্দরবনে ৪৮ ঘণ্টায় দু'জন বাঘের কবলে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল