সম্প্রতি সারা ভারতের পাশাপাশি সুন্দরবনে বাঘেদের সংখ্যা প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে দেখা গিয়েছে আগের তুলনায় বেশ কিছু বাঘ সুন্দরবনের জঙ্গলে বেড়েছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প বাঘেদের সংখ্যা বৃদ্ধিতে এবং বাঘেদের সংরক্ষণে যথেষ্ট ভালো কাজ করেছে বিগত কয়েক ধরে। আর সেই কারণেই সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প লাগোয়া ২৪ পরগনা বন বিভাগের আওতাধীন যে যে রেঞ্জগুলিতে বাঘেদের উপস্থিতি রয়েছে সেগুলিকেও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন করা হবে বলে আলোচনা চলছে। এ বিষয়ে ইতিমধ্যেই ন্যাশানাল টাইগার কনজারভেশান অথোরিটিকে জানানো হয়েছে, তাঁদের ছাড়পত্র পেলেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
advertisement
আরও পড়ুন: ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জাদুকর! যৌবন থাকবে টান-টান! শুধু জানতে হবে ব্যবহারের সঠিক পদ্ধতি
আরও পড়ুন:
২৪ পরগনা বন বিভাগের মাতলা, রায়দীঘি ও রামগঙ্গা রেঞ্জকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই তিনটি রেঞ্জের ১১০০ বর্গ কিলোমিটার এলাকা এরফলে নতুন করে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্ভুক্ত হবে। এই এলাকায় আনুমানিক ৩০ টির মতো বাঘ রয়েছে। অন্যদিকে, বর্তমানে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের মধ্যে ন্যাশানাল পার্ক ইষ্ট, ন্যাশানাল পার্ক ওয়েস্ট, সজনেখালি ও বসিরহাট রেঞ্জের ২৫০০ বর্গ কিলোমিটার এলাকা রয়েছে। নতুন এই সংযুক্তিকরণের ফলে ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন প্রায় সাড়ে তিন হাজার বর্গ কিলোমিটার এলাকা যেখানে বাঘেদের বিচরণ ভূমি তা একটাই প্রশাসনিক ছাতার তলায় আসবে। এরফলে বাঘ সংরক্ষণ সহ যাবতীয় কাজে অনেক বেশি সুবিধা হবে বলেই দাবি বন কর্তাদের।
সুমন সাহা