ঘটনার সূত্রপাত হয় চলতি বছরের অক্টোবর মাসের ২১ তারিখে। ওই দিন কুলপি এলাকার এক নাবালিকা স্কুল ছাত্রীর বাবা থানায় অভিযোগ জানান যে তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে। অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
আরও পড়ুনঃ বাধা দিচ্ছেন দোকানদারেরা, সমুদ্রে নামতে না পেরে হতাশ পর্যটকরা, কোথায় এমন ঘটনা?
advertisement
জানা যায়, ওই নাবালিকা বাড়ি থেকে বের হয়ে গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। এরপর পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই নাবালিকাকে উত্তরপ্রদেশের এক নাচের ঠেকে বিক্রি করে দিয়েছিল পাচারচক্রের লোকজন।
আরও পড়ুনঃ বাইকে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী, রাস্তায় হঠাৎ পথ আটকাল দুষ্কৃতীরা, তারপর যা ঘটল ভয়ঙ্কর
এরপর এসআই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাতজনের একটি বিশেষ দল উত্তরপ্রদেশের বালিয়াতে যায়। সেখান থেকে উত্তরপ্রদেশ পুলিশের সহযোগিতায় বালিয়ার একটি নাচের ঠেক থেকে ওই নাবালিকা স্কুলছাত্রীকে উদ্ধার করে তারা। পুলিশের এই ভূমিকায় খুশি নাবালিকার পরিবারের লোকজন।
পুলিশ সূত্রে, খবর এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে মহেশতলার সন্তোষপুরের হানিফ শেখ, শেখ ইমরান ও উত্তরপ্রদেশের বাসিন্দা সালমান হাশমি। তিনজনকে সাতদিনের পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে এই ঘটনায় জড়িত সন্দেহে বেহালার এক যুবকের সন্ধান চালাচ্ছে পুলিশ।
নবাব মল্লিক