TRENDING:

South 24 Parganas News: পুজোর বাজেট ছেঁটে আর টিফিনের পয়সা বাঁচিয়ে বই কিনছে স্কুল পড়ুয়ারা!

Last Updated:

পুজোর পোষাকের বাজেট ছেঁটে এবং বাড়ি থেকে টিফিনের জন্য বরাদ্দ টাকায় আলুকাবলি বা ফুচকা ঘুগনি  না খেয়ে  বই কিনল এই স্কুলের পড়ুয়ারা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: মহালয়া শেষ হয়েছে অর্থাৎ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয়েছে। হাতে গোনা আর কয়েকটা দিন বাকি তারপর আপামর বাঙালি মেতে উঠবে শারদোৎসবে। স্কুল থেকে কলেজ পড়ে ‌যাবে প্রায় একমাসের পুজোর ছুটি। পড়াশোনার পাশে বাকি সময় কি করে কাটাবে পড়ুয়ারা? আগের দিনে শারদিয়া পত্রিকা ডুবে থাকত ৮ থেকে ৮০ এখন সবাই বুঁদ মোবাইলের নেশায়।
advertisement

তবে তারমধ্যেই অন্য ছবি সোনারপুর কামারাদাবাদ স্কুলে। দেখা গেল ছাত্রীরা প্রবল উৎসাহে গল্পের বই কিনছে। পুজোর পোষাকের বাজেট ছেঁটে এবং বাড়ি থেকে টিফিনের জন্য বরাদ্দ টাকায় আলুকাবলি বা ফুচকা ঘুগনি না খেয়ে বই কিনল এই স্কুলের পড়ুয়ারা ৷ পুজোর ঠিক মুখে ছুটি পড়ার আগে ছাত্রছাত্রীদের বইমুখী করতে বইমেলার আয়োজন করে সোনারপুরের এই সরকারি বলিকা বিদ্যালয় ৷

advertisement

আরও পড়ুন: থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পুজোর উপহার নিয়ে হাজির ‘রক্তযোদ্ধা’

সেই বইমেলায় দেখা গেল ছাত্রীরা সংগ্রহ করতে ব্যস্ত সত্যজিত রায়, অবনীন্দ্রনাথ্ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় সহ বিভিন্ন লেখকের নানান বই৷ সামনেই পুজোর লম্বা ছুটি ৷ স্কুলের পড়ুয়ারা ক্রমশ মোবাইল মুখী হচ্ছে বলে অভি‌যোগ অভিভাবক থেকে শিক্ষক সবার ৷ পড়ার বই তো বটেই গল্পের বই, গোয়েন্দা গল্প বা কল্পবিজ্ঞানের গল্প এখন আর খুব একটা টানে না বর্তমান প্রজন্মকে৷ সেই কথা মাথায় রেখেই ছাত্রীদের বইমুখী করে তুলতে সোনারপুরের কামরাবাদ গার্লস স্কুলের পক্ষ থেকে স্কুলের মধ্যেই একটি বই মেলার আয়োজন করা হয় ৷

advertisement

View More

সেই মেলাতেই ছাত্রীদের পছন্দের নানান বই রাখা হয় ৷ স্কুলেই এমন এক বইমেলা পেয়ে খুশি ছাত্রীরাও ৷ বই হাতে নিয়ে নতুন বইয়ের গন্ধ শুঁকে কয়েকলাইন পড়ার পর পছন্দ হলেই তবেই সেই বই সংগ্রহ করল তারা ৷ এরজন্য অনেকেই পুজোর নতুন জামাকাপড়ের তালিকাও কাঁটছাঁট করেছে ৷ অনেকেই আবার টিফিনের টাকা বাঁচিয়ে এদিন বই কিনছে বলে জানাল তারা ৷ বর্তমানে অনভিপ্রেত এই ঘটনায় খুশি স্কুলের টিচার ইনচার্জ সোমা ঘোষ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পুজোর বাজেট ছেঁটে আর টিফিনের পয়সা বাঁচিয়ে বই কিনছে স্কুল পড়ুয়ারা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল