তবে তারমধ্যেই অন্য ছবি সোনারপুর কামারাদাবাদ স্কুলে। দেখা গেল ছাত্রীরা প্রবল উৎসাহে গল্পের বই কিনছে। পুজোর পোষাকের বাজেট ছেঁটে এবং বাড়ি থেকে টিফিনের জন্য বরাদ্দ টাকায় আলুকাবলি বা ফুচকা ঘুগনি না খেয়ে বই কিনল এই স্কুলের পড়ুয়ারা ৷ পুজোর ঠিক মুখে ছুটি পড়ার আগে ছাত্রছাত্রীদের বইমুখী করতে বইমেলার আয়োজন করে সোনারপুরের এই সরকারি বলিকা বিদ্যালয় ৷
advertisement
আরও পড়ুন: থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পুজোর উপহার নিয়ে হাজির ‘রক্তযোদ্ধা’
সেই বইমেলায় দেখা গেল ছাত্রীরা সংগ্রহ করতে ব্যস্ত সত্যজিত রায়, অবনীন্দ্রনাথ্ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় সহ বিভিন্ন লেখকের নানান বই৷ সামনেই পুজোর লম্বা ছুটি ৷ স্কুলের পড়ুয়ারা ক্রমশ মোবাইল মুখী হচ্ছে বলে অভিযোগ অভিভাবক থেকে শিক্ষক সবার ৷ পড়ার বই তো বটেই গল্পের বই, গোয়েন্দা গল্প বা কল্পবিজ্ঞানের গল্প এখন আর খুব একটা টানে না বর্তমান প্রজন্মকে৷ সেই কথা মাথায় রেখেই ছাত্রীদের বইমুখী করে তুলতে সোনারপুরের কামরাবাদ গার্লস স্কুলের পক্ষ থেকে স্কুলের মধ্যেই একটি বই মেলার আয়োজন করা হয় ৷
সেই মেলাতেই ছাত্রীদের পছন্দের নানান বই রাখা হয় ৷ স্কুলেই এমন এক বইমেলা পেয়ে খুশি ছাত্রীরাও ৷ বই হাতে নিয়ে নতুন বইয়ের গন্ধ শুঁকে কয়েকলাইন পড়ার পর পছন্দ হলেই তবেই সেই বই সংগ্রহ করল তারা ৷ এরজন্য অনেকেই পুজোর নতুন জামাকাপড়ের তালিকাও কাঁটছাঁট করেছে ৷ অনেকেই আবার টিফিনের টাকা বাঁচিয়ে এদিন বই কিনছে বলে জানাল তারা ৷ বর্তমানে অনভিপ্রেত এই ঘটনায় খুশি স্কুলের টিচার ইনচার্জ সোমা ঘোষ ৷
সুমন সাহা





