South 24 Parganas News: থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পুজোর উপহার নিয়ে হাজির 'রক্তযোদ্ধা'

Last Updated:

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের মুখে হাসি ফোটাতে পুজোর উপহার তুলে দিল সেচ্ছাসেবী সংগঠন রক্তযোদ্ধা

দক্ষিণ ২৪ পরগনা: পুজোর সময় চারিদিকে খুশির আমেজ। কিন্তু এরই মধ্যে মুখ ভার থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পরিবারের। একে সুন্দরবনে প্রকৃতি আর অভাবের সঙ্গে নিত্য লড়াই, তার উপর ঘরে বাসা বেঁধেছে থ্যালাসেমিয়ার মতো মারাত্মক রোগ। কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যায় তাঁদের। তার উপর মাঝে মধ্যেই জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল দেখা যায়। এহেন অসহায় সময়ে তাঁদের পাশে এসে দাঁড়াল রায়দিঘির এক স্বেচ্ছাসেবী সংগঠন।
‘রক্তযোদ্ধা’ নামে ওই স্বেচ্ছাসেবী সংগঠনটি করোনার সময় তৈরি হয়েছিল। বর্তমানে এর সদস্য সংখ্যা ৭০। যখনই রক্তের সঙ্কট দেখা দেয় তাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেই তাঁরাই এবার পুজোর আগে থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে নতুন উদ্যোগ নিলেন। নতুন জামা-কাপড় তুলে দিলেন শিশুদের হাতে। রক্তযোদ্ধার এমন উদ্যোগে খুশি সকলেই। এমনকি পুজোর মুখে নতুন জামাকাপড় হাতে পেয়ে খুশি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরাও।
advertisement
advertisement
শুধুমাত্র থ্যালাসমিয়া আক্রান্ত শিশু নয়, অনাথ শিশুদের জন্যও এই সংগঠনের পক্ষ থেকে পুজোর উপহার তুলে দেওয়া হয়েছে। রায়দিঘি গ্রামীণ হাসপাতাল চত্বরেই এই উপহার তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পুজোর উপহার নিয়ে হাজির 'রক্তযোদ্ধা'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement