Durga Puja 2023: অমৃতসরের স্বর্ণমন্দির এবার চাকদহে
- Reported by:MAINAK DEBNATH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
শিখ ধর্মের পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দিরের আদলে সেজে উঠেছে চাকদহের পুজো মণ্ডপ
নদিয়া: অমৃতসরের স্বর্ণমন্দির থিমে দুর্গাপুজোর মণ্ডপ গড়ে তুলেছে চাকদহের সিংহের বাগান সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজো কমিটি। চতুর্থীর দিন এই মণ্ডপের দারোদঘাটন হবে। ফলে নাওয়া-খাওয়া ভুলে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ডেকোরেটরের কর্মীরা। তাঁদেরকে উৎসাহিত করতে পুজো কমিটির সদস্যরাও সদা জাগ্রত।
পুজো কমিটির সম্পাদক স্বপন সিংহ জানান, পঞ্জাবের স্বর্ণমন্দির দেখার জন্য চাকদহ স্টেশন থেকে খুব সহজেই তাঁদের মণ্ডপে পৌঁছে যাওয়া যাবে। যে কাউকে নাম বললেই দেখিয়ে দেবে। অসংখ্য দর্শনার্থী তাঁদের মণ্ডপ দর্শনে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন। দর্শনার্থীদের সুবিধার জন্য মণ্ডপের পাশেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
advertisement
advertisement
উল্লেখ্য নদিয়া জেলায় চমকে দেওয়ার মতো একের পর এক থিমের মণ্ডপ গড়ে প্রতিযোগিতায় মেতেছে পুজো কমিটিগুলো। এবছরের পুজোর বড় চমক রয়েছে কল্যাণীর আইটিআই লুমিনাস ক্লাবের তৈরি গ্র্যান্ড লিজবোয়া থিমের মণ্ডপে। এছাড়াও রানাঘাট, কল্যাণী, চাকদহ, নবদ্বীপ সহ একাধিক জায়গায় একের পর এক গগনচুম্বি থিমের মণ্ডপ দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। কলকাতা শহরের পাশাপাশি থিমের মণ্ডপের লড়াইতে জেলাগুলিও যে পিছিয়ে নেই তা বলাই বাহুল্য।
advertisement
Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal , বাঙালির দুর্গাপূজা 2023 :- দুর্গা পূজা 2023 রেসিপি | দুর্গা পূজা 2023 রেস্তোরাঁ | দূর্গা পূজা 2023 ফ্যাশন | দূর্গা পূজা 2023 ফটো | দূর্গা পূজা 2023 ভিডিও
advertisement
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 16, 2023 7:33 PM IST







