Durga Puja 2023: বসিরহাটে থিমের রমরমা, টেক্কা দিচ্ছে তিলোত্তমা কলকাতাকে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Durga Puja 2023 : বশিরহাটে থিম পুজোর রমরমা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে কলকাতাকেও। ভিড় বাড়ছে দর্শনার্থীর
উত্তর ২৪ পরগনা: বসিরহাট মহাকুমাজুড়ে থিমের রমরমা। এবারের দুর্গাপুজোয় কলকাতার পাশাপাশি নজর কাড়ছে উত্তর ২৪ পরগনা জেলা। কলকাতার পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় এমন বেশ কিছু পুজো হচ্ছে যা ধারে ভারে ও আয়োজনে তিলোত্তমা কলকাতাকেও টেক্কা দিতে পারে।
আরও পড়ুন: জলাতঙ্ক মুক্ত পুরসভা হবে মধ্যমগ্রাম
বসিরহাটে একাধিক থিমের রমরমায় রীতিমতো চৎকৃত সাধারণ দর্শনার্থীরা। বসিরহাট শহরের কদমতলা অর্ঘ্য অ্যাথলেটিক ক্লাবের এবছরের থিম ৫৫ ফুট উচ্চতার স্ট্যাচু অফ লিবার্টি। খরচ হয়েছে প্রায় ১৩ লক্ষ টাকা। আবার বসিরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নাবারুণ সংঘ ক্লাবের পুজোয় এবছর কেদারনাথ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। যার বাজেট প্রায় ১৪ লক্ষ টাকা।
advertisement
advertisement
অপরদিকে বসিরহাট পুরসভার প্রান্তিক মাঠে এবারের পুজোর থিম আদিযোগী, যার বাজেট আনুমানিক ১৫ লক্ষ টাকা। বদরতলা নৈহাটি শক্তি সংঘের পুজোর থিম অক্ষয়ধাম। একইভাবে বসিরহাট পুরসভার আশ্রম পাড়ায় ওড়িশার ধবলগিরির আদলে মণ্ডপ তৈরি হচ্ছে, যা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। শুধু বসিরহাট শহরেই নয় গ্রামের পুজোতেও থিমের ছোঁয়া। বসিরহাট মহকুমার মিনাখাঁর মালঞ্চ লোটাস ক্লাবের পুজো মণ্ডপের থিম এশিয়ার অন্যতম উচ্চতম শিবমন্দিরের আদলে তৈরি হচ্ছে পুজোর মণ্ডপ। সব মিলিয়ে শুধু কলকাতা নয়, জেলার পুজোগুলিতেও এবার থিমের রমরমা।
advertisement
Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal , বাঙালির দুর্গাপূজা 2023 :- দুর্গা পূজা 2023 রেসিপি | দুর্গা পূজা 2023 রেস্তোরাঁ | দূর্গা পূজা 2023 ফ্যাশন | দূর্গা পূজা 2023 ফটো | দূর্গা পূজা 2023 ভিডিও
advertisement
জুলফিকার মোল্লা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2023 7:10 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Durga Puja 2023: বসিরহাটে থিমের রমরমা, টেক্কা দিচ্ছে তিলোত্তমা কলকাতাকে