TRENDING:

যক্ষ্মারোগে আক্রান্ত হওয়ার 'অপরাধে' ছাত্রকে পরীক্ষায় বসতে দিলেন না প্রিন্সিপাল

Last Updated:

রামনগর থানার মহেশ্বরা এলাকার বাসিন্দা রাজীব শী। এসি ও রেফ্রিজারেটরের কোর্স নিয়ে কুল্পি গভর্মেন্ট আইটিআই কলেজে পড়াশোনা করে সে। কিন্তু, মাস ছয়েক আগে তাঁর যক্ষ্মা ধরা পড়ে। এরপর থেকেই চিকিৎসা চলছে তাঁর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

রামনগর থানার মহেশ্বরা এলাকার বাসিন্দা রাজীব শী। এসি ও রেফ্রিজারেটরের কোর্স নিয়ে কুল্পি গভর্মেন্ট আইটিআই কলেজে পড়াশোনা করে সে। কিন্তু, মাস ছয়েক আগে তাঁর যক্ষ্মা ধরা পড়ে। এরপর থেকেই চিকিৎসা চলছে তাঁর।

আরও পড়ুন: 'চাটাই' অস্ত্রেই বাজিমাত করতে চায় তৃণমূল, নন্দীগ্রামের জন্য 'সুপারহিট' পরিকল্পনা

তবে, ওই ছাত্রের অভিযোগ যক্ষ্মা ধরা পড়ার পরেই তাঁর নাম বাদ দেওয়া হয় কলেজ থেকে। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে কোনওরকম সহযোগিতা মেলেনি বলে অভিযোগ ওই ছাত্রের। এমনকি, তাঁকে কলেজে ঢুকতেও দেওয়া হয়নি।

advertisement

আরও পড়ুন:ঘর খুলতেই মেঝেতে মেয়ের দেহ, বিছানায় জামাইয়ের! পাশে পড়ে পোড়া কাঠকয়লা, কিন্তু কেন?

মঙ্গলবার ছিল কলেজের প্রথম সেমেস্রেটার পরীক্ষা। অভিযোগ,  ওই ছাত্র পরীক্ষা দিতে গেলে তাঁকে কলেজের ঢুকতে বাধা দেওয়া হয়।

অন্যদিকে, কলেজের প্রিন্সিপাল সৌরভ কুন্ডুর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনওরকম সাহায্য করেননি বলে অভিযোগ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একদিকে যখন যক্ষ্মা রোগীদের সাহায্যার্থে রাজ্য সরকার প্রকল্প ঘোষণা করছে, তাঁদের পাশে দাঁড়াচ্ছে, কুলপিতে তখন দেখা গেল ঠিক তার বিপরীত ছবি। যক্ষ্মারোগে আক্রান্ত হওয়ায় পরীক্ষাই দিতে পারল না ছাত্র।

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
যক্ষ্মারোগে আক্রান্ত হওয়ার 'অপরাধে' ছাত্রকে পরীক্ষায় বসতে দিলেন না প্রিন্সিপাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল