পরিবার সূত্রে জানা যায় জয়নগর থানার অন্তর্গত কিসমত গোয়াল বেড়িয়ার বাসিন্দা ১৭ বছরের রাহুল বৈদ্য স্থানীয় স্কুলে একাদশ শ্রেণির ছাত্র। বেশ কিছুদিন ধরে পাবজি খেলার প্রতি আসক্ত হওয়ায় তার পড়াশোনার ক্ষতি হচ্ছিল। তাই গতকাল সন্ধ্যায় তার মা তাকে পাবজি খেলতে নিষেধ করে এবং বকাবকি করে। আর এর পরেই আজ সকালেই তার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।
advertisement
আরও পড়ুন: বিষাক্ত সাপের কামড়েও মরে না বেজি! কেন সাপ-নেউলের সম্পর্ক এত ভয়ঙ্কর! অবাক করা কারণ
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ এবং মৃত ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত রাহুল বৈদ্যের কাকাদের দাবি এ ধরনের খেলা সরকার থেকে আইন করে বন্ধ করে দেওয়া উচিত,- তা না হলে আরও অনেক তাজা প্রাণ অঝরে ঝরে যাবে।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2024 8:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : পাবজি খেলায় বাধা দেওয়ায় একী করে বসল একাদশ শ্রেণির ছাত্র! চমকে যাবেন