ইদের দিন বাইকের দৌরাত্ম্য একটা পরিচিত সমস্যা। ডায়মন্ডহারবার সহ বহু এলাকায় এর জন্য বহু দুর্ঘটনাও ঘটে। কিন্তু এবার এই বাইকের দৌরাত্ম্য বন্ধ করতে বদ্ধপরিকর ডায়মন্ডহারবার পুলিশ। এর জন্য বিশেষ অভিযান চলবে বলে জানা গিয়েছে। পাশাপাশি ডিজে বাজানোর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্প্রীতি বৈঠক করে সে কথা জানিয়ে দেওয়াও হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
আরও পড়ুন: ভোরবেলার ঘুম ভাঙতেই দেখলেন দরজার সামনে পড়ে তিনটে তাজা বোমা! ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার যোগাড়
ইদের দিন বিকেলে বাইকের যে দৌরাত্ম্য ডায়মন্ডহারবার এলাকায় দেখা যায় তা বন্ধ করার জন্য ইতিমধ্যেই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরাও আবেদন জানিয়েছেন। এই নিয়ে ডায়মন্ডহারবারের এসডিপিও মিতুন কুমার দে জানান, ধর্মীয় উৎসবে সকলে আনন্দে মেতে উঠবেন সেটাই স্বাভাবিক। কিন্তু অন্যের সমস্যা করে কিছু করা যাবে না। এই দিকটি কড়াভাবে দেখা হবে বলে তিনি জানান। পাশাপাশি অসুস্থ রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্স এলে সবার আগে তাকেও ছেড়ে দিতে হবে বলেও ইদ উদযাপন কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
অপরদিকে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে অতিরিক্ত গরমের জন্য সকলকে যত তাড়াতাড়ি সম্ভব ইদের নমাজ শেষ করার অনুরোধ করা হয়েছে। বাইকের দৌরাত্ম্য ঠেকাতে এখানেও পুলিশ কড়া নজরদারি চালাবে বলে জানা গিয়েছে। সবমিলিয়ে ইদের দিন নিরাপত্তা সুনিশ্চিত করতে দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়েই তৎপর থাকছে পুলিশ প্রশাসন।
নবাব মল্লিক