বইমেলায় ৬০টি স্টল বসেছে। বইমেলাকে ঘিরে প্রতিদিনই বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন রাজ্যের শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনরত চাকরি প্রার্থীদের আদালত ও সরকারের উপর ভরসা রাখার আবেদন জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আন্দোলন প্রত্যাহার করারও আবেদন জানালেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ২৮ তম বইমেলার উদ্ধোধনে এসে এ কথা বললেন তিনি।
advertisement
আরও পড়ুন : বহরমপুরে একাধিক দাবিতে পথে নামল সিপিআইএম, চলল পুরসভা অভিযান
এদিনের অনুষ্ঠানে ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, গ্রন্থাগার মন্ত্রী সিদিক্কুলা চৌধুরী, পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ, জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র-সহ অন্যরা। বইমেলা চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। রাজ্য গ্রন্থাগার, জেলার গ্রন্থাগার ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহযোগিতায় বারুইপুর পুরসভা ও পঞ্চায়েত সমিতির পরিচালনায় এবার ২৮ তম জেলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।