Murshidabad News: বহরমপুরে একাধিক দাবিতে পথে নামল সিপিআইএম, চলল পুরসভা অভি‌যান

Last Updated:

Murshidabad News: বহরমপুর শহরে নিত্যদিন অভিযোগ উঠছে বেআইনি ভাবে জলাভূমি ভরাট করে ফ্ল্যাট নির্মাণ। এবার সেই জলাভূমি ভরাটের বিরুদ্ধে পথে নামল সিপিআইএম

+
বহরমপুর

বহরমপুর পৌরসভাতে স্মারকলিপি সিপিএমের 

মুর্শিদাবাদঃ বহরমপুর শহরে নিত্যদিন অভিযোগ উঠছে বেআইনি ভাবে জলাভূমি ভরাট করে ফ্ল্যাট নির্মাণ। এবার সেই জলাভূমি ভরাটের বিরুদ্ধে পথে নামল সিপিআইএম।জলাভূমি ভরাট করে ফ্ল্যাট নির্মাণ বন্ধ করতে হবে, পুরসভার অস্থায়ী কর্মচারীদের অবিলম্বে স্থায়ী করণ করতে হবে ও ওয়ার্ড ভিত্তিক আবাস যোজনার নামের তালিকা প্রকাশ করতে হবে-সহ একাধিক দাবিদাওয়ার ভিত্তিতে মঙ্গলবার 'বহরমপুর পুরসভা চলো' অভিযানের ডাক দেওয়া হয় CPI(M) এর বহরমপুর শহর এরিয়া কমিটির পক্ষ থেকে।
বহরমপুর পুরসভা চত্বরে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি পুরসভার চেয়ারম্যানকে ডেপুটেশনও দেওয়া হয় দলের পক্ষ থেকে।উল্লেখ্য, ইতিমধ্যেই বহরমপুর শহরের বেশকিছু জলাশয় ভরাট করে ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে বহরমপুর শহর জুড়ে। যার পরিণামে আগামী দিনে দুর্বিষহ অবস্থায় পড়তে হবে শহরবাসীকে। অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে এই মুহূর্তে।
advertisement
আরও পড়ুন :  আবাস যোজনার তালিকায় নাম নেই! এবার সটান বিডিও অফিসে লাইন দিলেন গ্রামবাসীরা
অভিযোগ, যেখানে বর্তমান শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে- স্বজনপোষণের পাশাপাশি চরম দুর্নীতির। যার কারণে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন গরিব মানুষ। মূলত এই সমস্ত বিষয়ের ভিত্তিতে এদিন বহরমপুর পুরসভা চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে CPI(M)-এর বহরমপুর শহর এরিয়া কমিটির পক্ষ থেকে। যদিও সিপিএম নেতৃত্ব জানান, আগামী দিনে এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বহরমপুরে একাধিক দাবিতে পথে নামল সিপিআইএম, চলল পুরসভা অভি‌যান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement