আরও পড়়ুন: উপকূলীয় এলাকার মৎস্যচাষীদের করতে হবে সিএএ ফর্ম ফিলাপ! জানুন নতুন নিয়ম
রাস্তার সামনে অংশ বর্ষায় মাসের পর মাস হাঁটু সমান জল জমে থাকে ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারে না। কেউ ভালো জামা কাপড় পড়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না। অল্প বৃষ্টি হলেই এই রাস্তার অনেকটাই অংশ জল জমে যায় রাস্তা দিয়ে ঠিকমতো হাঁটাও যায় না। মাঝেমধ্যে জমা জলে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপও দেখা যায়। রাত হলে সমস্যা আরও বাড়ে। রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় লাগে তাই সমস্ত কাজ দিনের আলোতে সেরে ফেলতে হয়। কারণ রাত হলেই ওই রাস্তা দিয়ে আর চলাফেরা করা যায় না। জল জমে থাকার কারণে রাস্তার খানাখন্দ বোঝাই যায় না একটু এদিক ওদিক হলেই হাত পা মুচতে যায়। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই এলাকার বেশ কিছু বাড়ি নতুনভাবে তৈরি হওয়ার কারণে জল নিকাশির সমস্যা হচ্ছে তবে শীঘ্রই ওই সমস্যার সমাধান করা হবে।
advertisement
সুমন সাহা