ভারত সরকারের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন ইন্ডিয়ার উদ্যোগে এই প্রদর্শনশালা চলছে। রাজ্য সরকারের ব্রডকাস্টিং অ্যান্ড ইনফরমেশান বিভাগ এই কাজে সহযোগিতা করছে। সাগরের চৌরঙ্গিতে এই প্রদর্শনশালা উপলক্ষে গড়ে উঠেছে একটি অস্থায়ী মিউজিয়াম।
এই অস্থায়ী মিউজিয়ামে দেখানো হচ্ছে স্বাধীনতার আগে ঠিক কেমন ছিল ভারত। তখন দেশে বিজ্ঞানের প্রসারের ক্ষেত্রে কোন কোন মনিষী কাজ করেছেন। সেই সঙ্গে স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের উল্লেখযোগ্য বিজ্ঞানীগণ এবং তাদের কার্যকলাপ উঠে এসেছে এই মিউজিয়ামে।
advertisement
আরও পড়ুন: চার দশকেও মাটির রাস্তা পাকা হয়নি, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
এই মিউজিয়ামে স্থান পেয়েছে বিশিষ্ট বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র সেন থেকে শুরু করে হোমি জাহাঙ্গির ভাবার নামও। আগামী বেশ কয়েক সপ্তাহ খোলা থাকবে এই অস্থায়ী মিউজিয়াম। ইতিমধ্যে মিউজিয়ামে উপচে পড়ছে ভিড়।
মিউজিয়ামে স্লাইড শো, বিজ্ঞান মডেল প্রদর্শনী সহ আরও অনেক জিনিস প্রদর্শিত হচ্ছে। সেই সঙ্গে সেখানে ডিসপ্লে বোর্ডের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মহাকাশের গ্রহ, নক্ষত্রের গতিবিধি। এই বিজ্ঞান প্রদর্শনী এলাকায় ভালো সাড়া ফেলেছে বলে জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজারা।
নবাব মল্লিক