Hooghly News: চার দশকেও মাটির রাস্তা পাকা হয়নি, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

Last Updated:

চার দশকেও মাটির রাস্তা পাকা না হওয়ায় ক্ষোভে ফুঁসছে গোঘাটের আশেপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ

+
title=

হুগলি: চার দশকেও মাটির রাস্তা পাকা হল না। ফলে গোঘাটের কয়েকটি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের সময় রোজ‌ই নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এখন আর এই কষ্ট সহ্য করতে রাজি নন গ্রামবাসীরা।
গ্রামের মানুষের অভিযোগ, বাম আমলের ৩৪ বছর এবং বর্তমান শাসকদল তৃণমূলের ১০ বছর অতিক্রান্ত হলেও তাঁদের কথা কেউ ভাবেনি। এই দীর্ঘ সময়ে মাটির কাঁচা রাস্তা পাকা হয়নি। ফলে ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা। অল্প বৃষ্টিতেই এক হাঁটু কাদা জমে যায়। তাই পেরিয়েই যাতায়াত করতে বাধ্য হন গোঘাটের বেতবনি, উইটিকারি, বামুনিয়া সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। বারবার সরকারের বিভিন্ন দফতরে জানিয়েও কোন হল হয়নি বলে অভিযোগ। বাধ্য হয়ে বর্ষার সময় তাঁরা ঘুর পথে যাতায়াত করেন।
advertisement
advertisement
এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে মাটির রাস্তা একইভাবে রয়ে গেছে। কোনরকম কাজ হয়নি। জব কার্ডের কাজের মাধ্যমে মাঝেমধ্যে গর্তগুলোতে মাটি দেয়া হয়। বর্ষাকালে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। রাস্তাটায় যদি অন্তত মোরাম দেওয়া হয় তাহলে অন্তত খুব সুবিধা হবে।
advertisement
পথ চলতি এক মহিলা জানান, বর্ষাকালে এক হাঁটু কাদা হয় এই রাস্তায়। বিশেষ করে বাস, ট্রেন ধরতে যাওয়ার সময় খুব সমস্যা হয়। স্কুলের ছোট ছোট ছেলেমেয়েদের প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরে যাতায়াত করতে হয়।
এই বিষয়ে গোঘাট পঞ্চায়েতের প্রধান মনীষা সেন জানিয়েছেন, বারবার রাস্তাটার জন্য একটু অ‍্যাপ্রুভাল করাছি। কিন্তু কাজ হচ্ছে না। আমাদেরও খারাপ লাগছে যে এভাবে মানুষকে কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে। দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে পুরো বিষয়টি নিয়ে বিজেপির মণ্ডল সভাপতি দোলন দাস বলেন, "দশ বছরেও কেন, তৃণমূল কোন আমলেও এই রাস্তা করতে পারবে না। ওরা কাটমানি খেয়ে এই রাস্তার টাকা উড়িয়ে দিয়েছে।"
advertisement
শুভজিৎ ঘোষ
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: চার দশকেও মাটির রাস্তা পাকা হয়নি, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement