Birbhum News: সেলিব্রেটির নিরাপত্তা রক্ষীদের নিয়ে ব্যস্ত সবাই, সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ

Last Updated:

রাজ্যের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়র কনভয় শুক্রবার সন্ধেয় দুর্ঘটনার কবলে পড়ে। তিনি নিরাপদে থাকলেও কনভয়ে থাকা বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী গুরুতর আহত হন। তাঁদের রামপুরহাট মেডিকেল কলেজে আনলে দ্রুত শুরু হয় চিকিৎসা। অভিযোগ, মন্ত্রীর নিরাপত্তা রক্ষীদের নিয়ে সব চিকিৎসক ও নার্স ব্যস্ত হয়ে পড়েন। আর তার ফলে চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় বছর ২৬ এর এক যুবকের

+
title=

বীরভূম: ভিআইপি সামাল দিতে ব্যস্ত গোটা হাসপাতাল। চিকিৎসক থেকে নার্স সকলেই ওই বিশেষ ব্যক্তির দেখভালে ব্যস্ত হয়ে পড়েন বলে অভিযোগ। আর তার জেরেই সময়ে চিকিৎসা না পেয়ে সরকারি হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগ উঠল। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে।
শুক্রবার সন্ধে সাতটা নাগাদ মল্লারপুর থানার মল্লারপুর কামরাঘাট রাস্তায় খরাসিনপুরের কাছে ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হন বছর ২৬ এর জামিরুল শেখ। তিনি মল্লারপুর থানার মাঝারিপাড়া এলাকার বাসিন্দা। তাঁকে পরিজনরা রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার ঠিক ৩০ মিনিট পর রাজ্যের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়র কনভয়ের নিরাপত্তা রক্ষীদের ওই হাসপাতালে নিয়ে আসা হয়।
advertisement
advertisement
হাওড়া থেকে রামপুরহাটে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন বাবুল। কিন্তু সাঁইথিয়ার মোসাড্ডা এলাকায় তাঁর কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। বাবুল নিরাপদ থাকলেও গুরুতর আহত হন বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী। তাঁদের প্রথমে সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পর চিকিৎসকদের নির্দেশে পাঁচজন নিরাপত্তা রক্ষীকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ডাম্পার দুর্ঘটনায় আহত জামিরুল শেখের পরিবারের অভিযোগ, বাবুল সুপ্রিয়র নিরাপত্তা রক্ষীদের হাসপাতালে আনা হতেই তাঁদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সমস্ত চিকিৎসক ও নার্স। সেই সময় জামিরুলের নাক-মুখ দিয়ে রক্তপাত হলেও কেউ তাঁর দিকে ফিরে দেখেনি বলে অভিযোগ। যন্ত্রণায় ওই যুবক হাসপাতালের শয্যায় শুয়েই ছটফট করছিলেন। পরিজনরা বারবার চিকিৎসক-নার্সদের দেখার অনুরোধ করলেও তাঁরা সাড়া দেননি বলে দাবি। ভোর ৩.২০ নাগাদ জামিরুল শেখের মৃত্যু হয়। ওই যুবকের পরিবারের স্পষ্ট অভিযোগ, চিকিৎসার অভাবেই তার মৃত্যু হয়েছে।
advertisement
শনিবার সকালে ওই মৃত যুবকের পরিজনরা রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। তাঁরা হাসপাতালের সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ উঠেছে, মুমূর্ষু রোগীকে ফেলে রেখে শুক্রবার রাতে হাসপাতালে কর্মীরা বাবুল সুপ্রিয়র সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন!
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: সেলিব্রেটির নিরাপত্তা রক্ষীদের নিয়ে ব্যস্ত সবাই, সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement