মৃত গৃহবধুর নাম আমিনা খাতুন। ঘটনার পর থেকেই পলাতক স্বামী হাফিজুল মোল্লা সহ পরিবারের অন্য সদস্যরা। এই ঘটনায় পুলিশ হাফিজুল মোল্লার বাবাকে গ্রেফতার করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: ব্ল্যাক ফ্রাইডে সেল কী জানেন? শুরু হল ভারতে! যা কিনবেন সব জলের দরে পাবেন!
advertisement
পরিবার সূত্রে খবর আট বছর আগে প্রেম করে আমিনা এবং হাফিজুল বিয়ে করেছিল। তাদের পাঁচ বছরের একটি পুত্র সন্তান আছে। এর আগেও আমিনা কারও সঙ্গে ফোনে কথা বলে এই সন্দেহ করে অশান্তি হয়েছিল। কিন্তু হাফিজুলসহ পরিবারের সদস্যরা কোনরকম প্রমাণ দেখাতে পারিনি তারপর থেকে আবার সংসার করছিল তারা। বৃহস্পতিবার রাতে অশান্তির সময় আমিনাকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। সকালে নলমুড়ি হাসপাতালে আমিনার বাপের বাড়ির সদস্যরা এলে খুনের কথা জানতে পারে। খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ নলমুড়ি হাসপাতালে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য পাঠিয়েছে। অন্যদিকে হাফিজুল মোল্লাাসহ বাড়ির অন্য সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সুমন সাহা