আমরা জানি সাধারণত সুন্দরবনের বেশির ভাগ গ্রাম নদী মাতৃক এলাকা। তাই এই এলাকাগুলিতে বিশেষ নজর দেয়া হয়েছে। রাজ্যে আবার নতুন করে চালু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। যাতে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ এই সুবিধা পায় তাদের কথা মাথায় রেখে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসকের উদ্যোগে নদীপথে নৌকা করে পাড়ায় সমাধান যে প্রকল্পটি আছে। তার মাধ্যমে নৌকা করে এলাকায় এলাকায় গিয়ে সুন্দরবনের যে দ্বীপ অঞ্চলগুলি আছে সেই সমস্ত অঞ্চলের মানুষদের যাতে দুয়ারে সরকার সুবিধা পায়। সেই কথা মাথায় রেখে এই বিশেষ ভাবনা ভাবা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসকের উদ্যোগে।
advertisement
পাশাপাশি এ বিষয়ে এলাকার এক স্থানীয় সুন্দরবনের বাসিন্দা তিনি জানান। যদি এভাবে আমাদের এই নদীমাতিক দ্বীপগুলিতে এসে আমরা সব রকম সরকারের সুবিধা পায় তাহলে আমাদের অনেকটাই উপকৃত হব। এই দুয়ারে সরকার ক্যাম্প যদি আমাদের এলাকার বাইরের অন্য কোথাও হয় তাহলে কিন্তু আমরা সেভাবে সকলে যেতে পারবো না। যদি এভাবে নৌকা করে এসে আমাদের গ্রামে গ্রামে সরকারের প্রকল্প পৌঁছে দেয় তাহলে আমরা অনেকটাই উপকৃত হব।
সুমন সাহা