যদিও বারুইপুর স্টেশন মাস্টার বলেন, খবর দেওয়া হয়েছে উচ্চ কতৃপক্ষকে। ওই জায়গাতে যাত্রী চলাচল বন্ধ রাখা হয়েছে। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, আমরা নজর রেখেছি বিষয়টিতে। দ্রুত দেখা হবে।
এই বারুইপুর স্টেশনেই ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর রাত ৮-৩০ নাগাদ ঘটে গিয়েছিল বড় ঘটনা। ২ নম্বর ও ৩ নম্বর স্টেশনের মাঝে ফুট ওভারব্রিজের স্ল্যাবের চাঙড় খসে মাথায় পড়ে মৃত্যু হয়েছিল মদারাটের বাসিন্দা অসীমা প্রামাণিকের। আহত হয়েছিল আরও এক মহিলা। স্টেশনের একেবারে পূর্ব দিকে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বিস্তৃত ২ ও ৩, ৪ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার ফুট ওভারব্রিজে স্ল্যাপ ভেঙে ঝুলন্ত অবস্থায় রয়েছে এক অংশ। কোনও দিন পুরোপুরি ভেঙে নিচে পড়ে গিয়ে বিপদ ঘটতে পারে, এমনই আশঙ্কা যাত্রীদের। ওই ওভারব্রিজ ধরেই প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করছে। ওর তলা দিয়েই যাত্রীরা প্ল্যাটফর্মে ওঠে। তাই যাত্রীদের মনে রেলের সঠিক নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।
advertisement
সুমন সাহা