TRENDING:

South24Parganas News: বারুইপুর স্টেশনের ফুট ওভারব্রিজের স্ল্যাব ভেঙে ঝুলছে, বড় দুর্ঘটনার আশঙ্কা

Last Updated:

South24Parganas News: ফুট ওভারব্রিজের স্ল্যাব ভেঙ্গে কোনও ক্রমে ঝুলছে। যে কোনও দিন ভেঙে ঘটতে পারে বড় দুর্ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বারুইপুর: ফুট ওভারব্রিজের স্ল্যাব ভেঙ্গে কোনও ক্রমে ঝুলছে। যে কোনও দিন ভেঙে ঘটতে পারে বড় দুর্ঘটনা। রেলের তরফে বাঁশ, কালো প্ল্যাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ৪ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার দিক। এমন অবস্থা শিয়ালদহ দক্ষিণ শাখার গুরুত্বপূর্ণ বারুইপুর স্টেশনের। কবে মেরামত করা হবে সেই প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ যাত্রীরা। দ্রুততার সঙ্গে সংস্কারের দাবি তুলেছেন রেল যাত্রীরা।
এরকমভাবে ঘিরে দেওয়া হয়েছে
এরকমভাবে ঘিরে দেওয়া হয়েছে
advertisement

যদিও বারুইপুর স্টেশন মাস্টার বলেন, খবর দেওয়া হয়েছে উচ্চ কতৃপক্ষকে। ওই জায়গাতে যাত্রী চলাচল বন্ধ রাখা হয়েছে। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, আমরা নজর রেখেছি বিষয়টিতে। দ্রুত দেখা হবে।

এই বারুইপুর স্টেশনেই ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর রাত ৮-৩০ নাগাদ ঘটে গিয়েছিল বড় ঘটনা। ২ নম্বর ও ৩ নম্বর স্টেশনের মাঝে ফুট ওভারব্রিজের স্ল্যাবের চাঙড় খসে মাথায় পড়ে মৃত্যু হয়েছিল মদারাটের বাসিন্দা অসীমা প্রামাণিকের। আহত হয়েছিল আরও এক মহিলা। স্টেশনের একেবারে পূর্ব দিকে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বিস্তৃত ২ ও ৩, ৪ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার ফুট ওভারব্রিজে স্ল্যাপ ভেঙে ঝুলন্ত অবস্থায় রয়েছে এক অংশ। কোনও দিন পুরোপুরি ভেঙে নিচে পড়ে গিয়ে বিপদ ঘটতে পারে, এমনই আশঙ্কা যাত্রীদের। ওই ওভারব্রিজ ধরেই প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করছে। ওর তলা দিয়েই যাত্রীরা প্ল্যাটফর্মে ওঠে। তাই যাত্রীদের মনে রেলের সঠিক নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South24Parganas News: বারুইপুর স্টেশনের ফুট ওভারব্রিজের স্ল্যাব ভেঙে ঝুলছে, বড় দুর্ঘটনার আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল