সাথে সাথে তিনি ব্যাংক স্টেটমেন্ট তুলে দেখেন যে ,ওই বেসরকারি লোন প্রদানকারী সংস্থা তার একাউন্ট থেকে ওই টাকা তুলে নিয়েছে।এরপর তিনি লোন প্রদানকারী সংস্থার সাথে যোগাযোগ করলে তারা ওই টাকার বিষয় পুরো অস্বীকার করে।
আরও পড়ুন: থাকছে ৩০টি পুজো! কার্নিভাল ঘিরে প্রস্তুতি তুঙ্গে মেদিনীপুর-খড়গপুরে!
advertisement
এতগুলো টাকা নিজের একাউন্ট থেকে উধাও হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েন পলাশ বিশ্বাস।এরপর একাধিকবার ওই লোন প্রদানকারী সংস্থার সাথে কথা বলে কোন সুরাহা না হওয়ায় অবশেষে জয়নগর থানার দ্বারস্থ হন প্রতারিত পলাশ বিশ্বাস। পলাশ বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জির নির্দেশে এস আই রাজু গুপ্তা বিষয়টি তদন্ত শুরু করেন এবং অল্পদিনের মধ্যে প্রতারিত যুবকের অ্যাকাউন্টে পুরো টাকা ফিরিয়ে আনেন। পুলিশের এই কাজ থেকে খুশি, পলাশ মন্ডল
সুমন সাহা