TRENDING:

South24Parganas News: অ্যাকাউন্ট থেকে উধাও ৯২ হাজার টাকা! বাইক কেনার পর প্রতারণার ফাঁদে যুবক!

Last Updated:

South24Parganas News: বাইকের ইএমআই কাটত অ্যাকাউন্ট থেকে! ৯২ হাজার টাকা যেভাবে উধাও হল ভাবতেও পারবেন না! জানুন পুলিশের ভূমিকা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# দক্ষিণ বারাসত:  হঠাৎ ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও ৯২ হাজার টাকা। পুলিশের দারস্থ দক্ষিণ বারাসতের প্রতারিত যুবক। অবশেষে পুলিশি তৎপরতায় টাকা ফিরে পেল ওই যুবক। এক বেসরকারি লোন প্রদানকারী সংস্থা থেকে লোন নিয়ে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ বারাসতের বাসিন্দা পলাশ বিশ্বাস একটি মোটরসাইকেল কেনেন । চুক্তি অনুযায়ী ওই লোন পরিশোধ করার জন্য পলাশ বিশ্বাসকে প্রতি মাসে ২৫৬৩ টাকা করে ইএমআই দিতে হয়। যে টাকা ওই লোন প্রদানকারী সংস্থা পলাশ বিশ্বাস এর ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেয়। পলাশের অভিযোগ গত ১৪ ই সেপ্টেম্বর অন্যান্য মাসের মতো ওই লোন প্রদানকারী সংস্থা তার একাউন্ট থেকে ২৫৬৩ টাকা কেটে নেয়। কিন্তু ১৬ তারিখে তিনি তার একাউন্ট চেক করতে গিয়ে দেখেন ,তার অ্যাকাউন্ট থেকে ৯২ হাজার ২৬৮ টাকা কেউ বা কারা তুলে নিয়েছে ।
প্রতারিত ‌যুবক
প্রতারিত ‌যুবক
advertisement

সাথে সাথে তিনি ব্যাংক স্টেটমেন্ট তুলে দেখেন যে ,ওই বেসরকারি লোন প্রদানকারী সংস্থা তার একাউন্ট থেকে ওই টাকা তুলে নিয়েছে।এরপর তিনি লোন প্রদানকারী সংস্থার সাথে যোগাযোগ করলে তারা ওই টাকার বিষয় পুরো অস্বীকার করে।

আরও পড়ুন:  থাকছে ৩০টি পুজো! কার্নিভাল ঘিরে প্রস্তুতি তুঙ্গে মেদিনীপুর-খড়গপুরে!

advertisement

এতগুলো টাকা নিজের একাউন্ট থেকে উধাও হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েন পলাশ বিশ্বাস।এরপর একাধিকবার ওই লোন প্রদানকারী সংস্থার সাথে কথা বলে কোন সুরাহা না হওয়ায় অবশেষে জয়নগর থানার দ্বারস্থ হন প্রতারিত পলাশ বিশ্বাস। পলাশ বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জির নির্দেশে এস আই রাজু গুপ্তা বিষয়টি তদন্ত শুরু করেন এবং অল্পদিনের মধ্যে প্রতারিত যুবকের অ্যাকাউন্টে পুরো টাকা ফিরিয়ে আনেন। পুলিশের এই কাজ থেকে খুশি, পলাশ মন্ডল

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South24Parganas News: অ্যাকাউন্ট থেকে উধাও ৯২ হাজার টাকা! বাইক কেনার পর প্রতারণার ফাঁদে যুবক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল