গত বৃহস্পতিবার প্রভাসচন্দ্র মণ্ডলের রেজাল্ট বের হয়েছে, সফলভাবে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন তিনি। চাকরি জীবনের শেষ মুহূর্তে তিনি প্রমাণ করেছেন, আবেগকে অনুসরণ করার ইচ্ছা থাকলে বয়স বাধা হয় না। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার মিস পুস্পা তাঁর অক্লান্ত পরিশ্রমের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন: দুর্যোগের আশঙ্কায় ত্রস্ত সুন্দরবনবাসী, জারি হল লাল সতর্কতা
advertisement
আরও পড়ুন: বাস, ট্রেন থেকে বিড়ালের লড়াই! হরবোলা রূপম এখন পরিচিত মুখ
পাশাপাশি এগিয়ে চলার পথে সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বারাইপুর পুলিশ জেলার পুলিশ সুপার। আনন্দে আত্মহারা প্রভাসবাউ। জানান, সপ্তাহে তিন দিন বিধাননগর পৌর মুক্ত বিদ্যালয়ে ক্লাস করতে যেতেন। এও জানান, মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ভাল নম্বর পেয়েছেন। প্রভাসবাবুর ইচ্ছা, পড়াশোনা চালিয়ে যাবেন । আগামী দু-তিন দিনের মধ্যে বিধাননগর রবীন্দ্র মুক্ত বিদ্যালয় একাদশ শ্রেণিতে ভর্তি হবে বলে জানান।
সুমন সাহা