TRENDING:

South 24 Pragana News: ইচ্ছে আর মনোবলই আসল ! ৫৯ বছর বয়সে মাধ্যমিক পাশ করে তাক লাগালেন হোমগার্ড

Last Updated:

গত বৃহস্পতিবার প্রভাসচন্দ্র মণ্ডলের রেজাল্ট বের হয়েছে, সফলভাবে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বারুইপুর: কথায় বলে, শেখার কোনও বয়স নেই! মনের ইচ্ছেটাই আসল! যেমন বারুইপুর পুলিশে চাকরি করা হোম গার্ড প্রভাসচন্দ্র মণ্ডলের গল্প! বর্তমানে প্রভাসবাবুর বয়স ৫৯। ১৯৬৩ সালে ৮ ফেব্রুয়ারি জন্ম, আগামী বছর চাকরি থেকে অবসর নেবেন। টানাটানির সংসারে  ক্লাস এইটের পরই পড়াশোনা ছেড়ে দিতে হয়।  সংসারের দায়িত্ব ঘাড়ে এসে পড়ে! নিতে হয় হোমগার্ডের চাকরি। কিন্তু মাধ্যমিক পাশ করার ইচ্ছা তাঁকে তাড়িয়ে বেড়াত!  গত বছর, তিনি রবীন্দ্র ওপেন স্কুলিংয়ের পশ্চিমবঙ্গ কাউন্সিলের অধীনে বিধাননগর পৌর মুক্ত বিদ্যালয়ে ভর্তি হন এবং ইচ্ছে পূরণ করেন, পাশ করেন মাধ্যমিক।
advertisement

গত বৃহস্পতিবার প্রভাসচন্দ্র মণ্ডলের রেজাল্ট বের হয়েছে, সফলভাবে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন তিনি। চাকরি জীবনের শেষ মুহূর্তে তিনি প্রমাণ করেছেন, আবেগকে অনুসরণ করার ইচ্ছা থাকলে বয়স  বাধা হয় না। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার মিস পুস্পা তাঁর অক্লান্ত পরিশ্রমের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন: দুর্যোগের আশঙ্কায় ত্রস্ত সুন্দরবনবাসী, জারি হল লাল সতর্কতা

advertisement

আরও পড়ুন: বাস, ট্রেন থেকে বিড়ালের লড়াই! হরবোলা রূপম এখন পরিচিত মুখ

View More

পাশাপাশি এগিয়ে চলার পথে সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বারাইপুর পুলিশ জেলার পুলিশ সুপার। আনন্দে আত্মহারা প্রভাসবাউ। জানান, সপ্তাহে তিন দিন বিধাননগর পৌর মুক্ত বিদ্যালয়ে ক্লাস করতে যেতেন।  এও জানান, মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ভাল নম্বর পেয়েছেন। প্রভাসবাবুর ইচ্ছা, পড়াশোনা চালিয়ে যাবেন । আগামী দু-তিন দিনের মধ্যে বিধাননগর রবীন্দ্র মুক্ত বিদ্যালয় একাদশ শ্রেণিতে ভর্তি হবে বলে জানান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Pragana News: ইচ্ছে আর মনোবলই আসল ! ৫৯ বছর বয়সে মাধ্যমিক পাশ করে তাক লাগালেন হোমগার্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল