এই হেলিপ্যাডটি গঙ্গাসাগর মেলা ছাড়াও ব্যবহার করা হবে প্রাকৃতিক বিপর্যয়ের সময়। প্রাকৃতিক বিপর্যয়ের সময় উপদ্রুত এলাকায় দ্রুত পৌঁছানোর জন্য জেলায় আরও ৪ টি হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। পাথরপ্রতিমা, কাকদ্বীপ, ডায়মন্ডহারবার ও সাগরে এই হেলিপ্যাড গুলি তৈরি করা হবে। গঙ্গাসাগরের এই হেলিপ্যাড তৈরির কাজ শেষের মাধ্যমে গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কাজ শুরু হবে বলে ইঙ্গিত দিয়েছেন জেলাশাসক। সেজন্য তিনি নিজে এই হেলিপ্যাড গ্রাউন্ডটি ঘুরে দেখেন।
advertisement
আরও পড়ুন: 'এখন আর আমি দাদা বেচি না বাদাম', খুল্লামখুল্লা ভুবন বাদ্যকর! এখন তিনি সেলেব!
কপিলমুনি আশ্রম থেকে কিছুটা দূরে ইস্কন আশ্রমগুলির কাছে কয়েক কোটি টাকা ব্যায়ে নতুন এই হেলিপ্যাডটি নির্মাণ করা হচ্ছে। গঙ্গাসাগর মেলার সময় এই হেলিপ্যাড গ্রাউন্ডে এয়ার আ্যম্বুলেন্সের ব্যবস্থা থাকবে। এছাড়াও প্রাকৃতিক বিপর্যয় ও যেকোনো জরুরি পরিস্থিতিতে এই হেলিপ্যাড তৎক্ষণাৎ ব্যাবহার করা যাবে।এই হেলিপ্যাড তৈরির কাজ বর্তমানে শেষের দিকে। নতুন এই হেলিপ্যাড নির্মাণের কাজ শেষ হলে সাগরে মানুষজন আগের থেকে অনেক বেশি সুবিধা পাবেন বলে খবর।
নবাব মল্লিক