Birbhum News | Bhuban Badyakar : 'এখন আর আমি দাদা বেচি না বাদাম', খুল্লামখুল্লা ভুবন বাদ্যকর! এখন তিনি সেলেব!
- Published by:Piya Banerjee
Last Updated:
Birbhum News | Bhuban Badyakar : আজ এই নেতার ডাক তো কাল স্টুড়িয়োতে ডাক। একের পর এক গান। বাদাম আর বিক্রি করেন না ভুবন বাদ্যকর! শুনুন খুল্লমখুল্লা ভুবনের গান!
#বীরভূম : ভাইরাল হয়ে যারা সেলিব্রেটি হয়ে উঠেছেন তাদের মধ্যে অন্যতম এবং একজন হলেন বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর। তিনি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছেন তার কাঁচা বাদাম গানে দেশ-বিদেশের সেলিব্রিটিরাও কোমর দুলিয়ে রিল ভিডিও তৈরি করেছেন।
তবে গত কয়েক মাস ধরে লক্ষ্য করা যায় ভুবন বাদ্যকরকে একপ্রকার চুপ করে বসে থাকতে। তার চুপ করে বসে যাওয়া নিয়ে অনেকেই ভেবেছিলেন হয়তো তিনি হারিয়ে গেলেন! কিন্তু তা নয়। কালী পূজার মরশুমে তিনি নতুন একটি গান রিলিজ করেছেন। এছাড়াও আরও একাধিক গান তিনি রিলিজ করতে চলেছেন তা নিয়ে জানিয়েছেন। সেই সকল গানের মধ্যেই একটি গান যা এখনো পর্যন্ত রিলিজ হয়নি সেই গান এসে পৌঁছেছে আমাদের হাতে। নতুন এই গানটিতে ভুবন বাদ্যকরকে দেখা যায় খুল্লামখুল্লা জানিয়ে দিতে, তিনি আর বাদাম বিক্রি করেন না। তার এই গানটি খুব তাড়াতাড়ি রিলিজ হবে বলে জানা যাচ্ছে।
advertisement
তার নতুন এই গানটি হল, 'এখন আমি বেচি না বাদাম।' গানে তাকে বলতে শোনা যাচ্ছে, 'আজ নেতার বাড়িতে, কাল স্টুডিওতে করে আমায় আমন্ত্রণ। এখন আর আমি দাদা বেচি না বাদাম।' এর পাশাপাশি এই গানে তিনি তুলে ধরেছেন, কীভাবে বদলে গিয়েছে তার জীবন। ভুবন বাদ্যকরের নতুন এই গান নিয়ে সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের মধ্যে উৎসাহ কম নেই। সেই উৎসাহের পরিপ্রেক্ষিতে এখন দেখার বিষয় এই গান রিলিজ হওয়ার পর তা কতটা সাড়া ফেলে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
advertisement
Madhab Das
view commentsLocation :
First Published :
October 29, 2022 4:56 PM IST