অজ্ঞাতপরিচয় মৃতদেহ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। খবর পেয়ে এলাকার মানুষ ভিড় জমান রেললাইনের পাশে। রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রেলপুলিশ সূত্রে খবর এগারোটা নাগাদ বারুইপুর জিআরপি থানায় খবর আসে দক্ষিণ বারাসাত রেলগেট ছেড়ে কিছুটা দূরে ডাউন নামখানা রেল ট্রাকের পাশে একটি মৃতদেহ পড়ে রয়েছে খবর পেয়ে বারইপুর জিআরপি থানার পুলিশ কর্তারা ঘটনাস্থলে রওনা দেন।
advertisement
সেখান থেকে উদ্ধার হয় মৃতদেহ। কীভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পরই স্পষ্ট হবে। মৃতদেহের শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। আত্মহত্যা, দুর্ঘটনা না অন্য কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখা হচ্ছে রেলপুলিশের পক্ষ থেকে। সমস্ত দক্ষিণ শাখা স্টেশনগুলোতে মৃতদেহের ছবি পাঠিয়ে পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে রেলপুলিশ।
advertisement
অর্পন মন্ডল
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 6:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas: রেললাইনের পাশে 'ওটা' কী? গরু বাঁধতে গিয়ে ভয়াবহ দৃশ্য দেখে হকচকিয়ে গেলেন এক ব্যক্তি