ইতিমধ্যেই জাহাজ থেকে প্রায় ১০০০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে কয়েকশ টন ছাই আছে। ওই ছাই তোলার জন্য ১০ থেকে ১২ জন ডুবুরিকে নিয়ে আসা হয়েছে ঘটনাস্থলে। জোয়ারের জল নামলেই তারা কাজ করছে। জানা গিয়েছে, ছাই সরানোর কাজ চলবে আগামী ৪-৫দিন।
কণিষ্ক শিপিং এজেন্সির মাধ্যমে এই ছাই নিয়ে যাওয়া হচ্ছিল। খিদিরপুর থেকে জাহাজে করে এই ছাই নিয়ে যাওয়া হচ্ছিল বাংলাদেশে। এই ছাই দিয়ে বাংলাদেশে ইট তৈরি হয়।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2023 8:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : নদী দূষণ রুখতে ডুবে যাওয়া বাংলাদেশী জাহাজ থেকে সরানো হচ্ছে ছাই






