বৃহস্পতিবার এই উপলক্ষ্যে ডায়মন্ডহারবারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডায়মন্ডহারবার নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এই দিনটি পালন করা হয়েছে। এই দিনটি উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের উপনির্দেশক অশোক সাহা, প্রকল্প আধিকারিক মাননীয় সুজিত ভান্ডারী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা।
এই অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের দূর্ণীতি, দালালরাজ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এর সঙ্গে দালালদের দ্বারা প্রতারিত হওয়ার বিভিন্ন ঘটনাও এই আলোচনা সভায় আলোচনা করা হয়েছে। এছাড়াও কেউ ঘুষ চাইলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করার কথাও বলা হয়েছে।
advertisement
এ নিয়ে নেহেরু যুব কেন্দ্রের উপনির্দেশক অশোক সাহা জানান এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলেই শপথ নিয়েছেন তারা ঘুষ দেবেন না অথবা ঘুষ নেবেননা। ঘুষ দেওয়া নেওয়া অপরাধ। যদি কেউ এই ঘটনায় কাউকে প্ররোচিত করে তাহলে তৎক্ষণাৎ সে যেনো নির্দিষ্ট নিয়ম মেনে প্রশাসনের সাহায্য নেয়।
নবাব মল্লিক