TRENDING:

South 24 Parganas News : ডায়মন্ডহারবারে পালিত হল ভিজিলেন্স সচতেনতা দিবস

Last Updated:

South 24 Parganas News : ডায়মন্ডহারবারে পালিত হল ভিজিলেন্স সচতেনতা দিবস ২০২২। ঘুষ দেওয়া- নেওয়া সংক্রান্ত অপরাধ ও তার আইনি বিধান সম্পর্কে সাধারণ মানুষজনকে সচতেন করতে এই দিনটি পালন করা হয়েছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ডায়মন্ডহারবার: ডায়মন্ডহারবারে পালিত হল ভিজিলেন্স সচতেনতা দিবস ২০২২। ঘুষ দেওয়া- নেওয়া সংক্রান্ত অপরাধ ও তার আইনি বিধান সম্পর্কে সাধারণ মানুষজনকে সচতেন করতে এই দিনটি পালন করা হয়েছে। এই অনুষ্ঠানে শতাধিক স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। বর্তমান সমাজে ঘুষ দেওয়া- নেওয়ার প্রবণতা বাড়ছে দিন দিন। ফলে সামাজিক অপরাধ প্রবণতাও বাড়ছে। এই সমস্ত সামাজিক অপরাধ ঠেকাতে এই ভিজিলেন্স ডে পালন করা হয়েছে। সম্প্রতি দেশ ও রাজ‍্যের একাধিক ঘটনাপ্রবাহে এই ঘুষ দেওয়া- নেওয়ার বিষয়টি উঠে এসেছে। সে সম্পর্কে এই সচেতনতা শিবিরে আলোচনা করা হয়েছে।
ভিজিলেন্স দিবস পালন নিয়ে আলোচনা সভা
ভিজিলেন্স দিবস পালন নিয়ে আলোচনা সভা
advertisement

বৃহস্পতিবার এই উপলক্ষ্যে ডায়মন্ডহারবারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডায়মন্ডহারবার নেহেরু যুব কেন্দ্রের উদ‍্যোগে এই দিনটি পালন করা হয়েছে। এই দিনটি উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের উপনির্দেশক অশোক সাহা, প্রকল্প আধিকারিক মাননীয় সুজিত ভান্ডারী সহ একাধিক বিশিষ্ট ব‍্যক্তিরা।

এই অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের দূর্ণীতি, দালালরাজ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এর সঙ্গে দালালদের দ্বারা প্রতারিত হওয়ার বিভিন্ন ঘটনাও এই আলোচনা সভায় আলোচনা করা হয়েছে। এছাড়াও কেউ ঘুষ চাইলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করার কথাও বলা হয়েছে।

advertisement

এ নিয়ে নেহেরু যুব কেন্দ্রের উপনির্দেশক অশোক সাহা জানান এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলেই শপথ নিয়েছেন তারা ঘুষ দেবেন না অথবা ঘুষ নেবেননা। ঘুষ দেওয়া নেওয়া অপরাধ। যদি কেউ এই ঘটনায় কাউকে প্ররোচিত করে তাহলে তৎক্ষণাৎ সে যেনো নির্দিষ্ট নিয়ম মেনে প্রশাসনের সাহায‍্য নেয়।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : ডায়মন্ডহারবারে পালিত হল ভিজিলেন্স সচতেনতা দিবস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল