আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। ডায়মন্ডহারবার এসডিও গ্রাউন্ডে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। আর সেজন্য সেখানে চলছে চূড়ান্ত মুহুর্তের প্রস্তুতি। মাঠকে সাজিয়ে তোলা হচ্ছে। এছাড়াও ডায়মন্ডহারবার শহর জুড়ে লাগানো হয়েছে এমপি কাপের পোস্টার।
আরও পড়ুন - Sexiest Fan: কাতারের মরুভূমি গ্যালারিতে যৌবনের মরুদ্যান, চোখ ফেরাতে পারছেন না কেউই, রইল হট ফটো
advertisement
এমপি কাপ নিয়ে এই মুহূর্তে ডায়মন্ডহারবাসী যথেষ্ট উৎসাহিত। ডায়মন্ডহারবারের অলিতে গলিতে এখন শুধুই এই এমপি কাপ নিয়ে আলোচনা চলছে। শহর জুড়ে চলছে মাইকপ্রচার। ইতিমধ্যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নাম নেওয়ার কাজ শেষ হয়েছে। এই প্রতিযোগিতায় বিজয়ীদের নাম সরাসরি ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবে অন্তর্ভুক্ত হবে বলে খবর। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার সূচনা হবে হতে চলেছে এবছর।
আরও পড়ুন - Ind vs Ban: ‘‘মরি মরি এ কী লজ্জা’’- গর্বের ভারতীয় দল এখনও অবধি সবচেয়ে বেশি ওডিআই হেরেছে
২০১৭ সালে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের হাত ধরে এই এমপি কাপের সূচনা হয়। মাঝে একবছর করোনার কারণে খেলা বন্ধ ছিল। গতবছর থেকে আবারও এই প্রতিযোগিতা শুরু হয়। এবছর এই প্রতিযোগিতা উপলক্ষে সেখানে আসবেন গায়ক হানি সিং।
ওইদিন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় নিজে উপস্থিত থাকবেন মঞ্চে। সেখান থেকেই তিনি বার্তা দেবেন জনগণকে। ওইদিন ঠিক কি বার্তা তিনি দেবেন, বর্তমানে সেদিকেই তাকিয়ে আছেন সকলেই। সেজন্য আগামী ১০ তারিখের হাইভোল্টেজ ফুটবল ম্যাচের ফুটবল জ্বরে আক্রান্ত হয়েছে ডায়মন্ডহারবার।
Nawab Mullick