এই স্কুল এখন সম্পূর্ণ বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য শিশুবান্ধব স্কুল। তিনি চাপলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়েলর শিক্ষক। সেখানে নিজের অর্থে বিদ্যালয়কে ডিজিটাল স্কুল হিসাবে গড়ে তুলেছেন। অর্নবের রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকায় হাঁটাচলার ক্ষমতা নেই, হাতেও জোর পাননা। তিনি জানিয়েছেন, অনেক ক্ষেত্রে সমাজে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা অনেক জায়গায় বাধা পায়। কিন্তু তা সত্বেও সেই সব কিছুকে ফেলে এগিয়ে আসতে হবে। তবেই সমাজ সুন্দর হয়ে গড়ে উঠবে।
advertisement
আরও পড়ুন : নাম ভাঁড়িয়ে জাল লটারির বিশাল কারবার! গোপন ছাপাখানা দেখে অবাক পুলিশ, শেষে জালিয়াতির পর্দাফাঁস
তিনি এখন শিশুদের সেই পাঠ দেন। সকল মানুষকে সমান চোখে দেখার। প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে এভাবে সমাজসেবা করা যায় তার উদাহরণ অর্ণব হালদার। তাঁর স্কুল এখন অনেক এগিয়ে। এই ব্যাপারে তাঁর সহযোগিতা করেন তাঁর প্রধান শিক্ষক শেখর হালদার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শেখর হালদার এ নিয়ে জানিয়েছেন, স্কুলটি এখন সম্পূর্ণভাবে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য উপযোগী। এখানে তারা সমস্ত সুযোগ সুবিধা পাবে। ফলে কোনোও অসুবিধা হবেনা। এই সমস্ত কিছুর পিছনে অর্ণব হালদারের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে। সরকারি সাহায্য পেলে এই স্কুলটিকে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য আরও ভাল ভাবে এই স্কুলটিকে গড়ে তোলা যাবে।





