Jhargram News: নাম ভাঁড়িয়ে জাল লটারির বিশাল কারবার! গোপন ছাপাখানা দেখে অবাক পুলিশ, শেষে জালিয়াতির পর্দাফাঁস
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Jhargram News: নাগাল্যান্ডের নামে ‘জাল’ লটারির সাম্রাজ্য। জামবনি থানার অভিযানে গ্রেফতার এক। ঝাড়গ্রামে উদ্ধার লক্ষাধিক টাকার জাল টিকিট।
ঝাড়গ্রাম, রাজু সিং: নাগাল্যান্ডের নামে ‘জাল’ লটারির সাম্রাজ্য! চিঁচিড়ার ছাপাখানায় আচমকা হানা। জামবনি থানার অভিযানে গ্রেফতার এক। উদ্ধার করা হয়েছে লক্ষাধিক টাকার জাল টিকিট, ছাপার মেশিন, কম্পিউটার। জানা গিয়েছে, নাগাল্যান্ডের লটারির নাম ভাঁড়িয়ে ঝাড়খণ্ড, বিহার, বাংলা জুড়ে চলছিল জাল লটারি কারবার। সেই জালিয়াতির মূল শিকড় মিলল ঝাড়গ্রামের চিঁচিড়ায়।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে জামবনি থানার আই.সি অভিজিৎ বসু মল্লিকের নেতৃত্বে চালানো হয় অভিযান। পুলিশ চিঁচিড়া বাজারে টানা অভিযানে ধরে ফেলে অভিযুক্ত শেখ সাদেকুল হক আনসারিকে। অভিযুক্তের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার জাল লটারি টিকিট, আধুনিক লটারি ছাপার মেশিন, কাটিং মেশিন, একাধিক কম্পিউটার ও নগদ অর্থ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাদেকুল নিজের বাড়িতেই এক প্রকার গোপন ছাপাখানা তৈরি করে বহুদিন ধরে জাল লটারি ছাপাত।
advertisement
আরও পড়ুন : পারিবারিক ব্যবসা থেকেই নতুন বিজনেস আইডিয়া, ডাক শুনেই ছুটে আসে ক্রেতা! দৈনিক আয় হাজার হাজার টাকা
advertisement
আসল লটারির রেজাল্ট কপি করে প্রতিদিন বাজারে ছাড়ত জাল টিকিট। পুলিশ জানিয়েছে, এই কারবারে বাইরে আরও কয়েকজন যোগ থাকতে পারে। জামবনি থানার পুলিশ দীর্ঘদিন ধরেই জাল লটারি চক্রটিকে চিহ্নিত করতে গোপনে নজরদারি চালাচ্ছিল। সূত্র যাচাই করে, গত কয়েক সপ্তাহ ধরে একাধিক পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ এবং লোকাল ইন্টেলিজেন্সের ভিত্তিতে গোটা চক্রকে টার্গেট করে। এই প্রসঙ্গে ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) গুলাম সারোয়ার বলেন, “এটি সরাসরি সংগঠিত আর্থিক প্রতারণা। বৈধ লাইসেন্স, কাগজপত্র কোনওটাই নেই। জাল লটারি ছাপানো, বিক্রি করা উভয়ই গম্ভীর দণ্ডনীয় অপরাধ।
advertisement
আরও পড়ুন : ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরেই মুশকিল আসান! বালুরঘাটে নতুন রাস্তা আর নিকাশি নালা হচ্ছে একসঙ্গে
তিনি আরও বলেন, আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি এবং এই র্যাকেটের পেছনে থাকা প্রত্যেককে আইনের আওতায় আনব। তদন্ত আরও বিস্তৃত হচ্ছে।” অভিযুক্তকে মঙ্গলবার ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়। এদিন ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ মনে করছে, এই গ্রেফতারি বৃহৎ জাল লটারি নেটওয়ার্ক ভাঙার প্রথম ধাপ। জামবনি থানার পুলিশের এই সাফল্যে খুশি স্থানীয় মানুষজন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jhargram,Paschim Medinipur,West Bengal
First Published :
December 02, 2025 8:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: নাম ভাঁড়িয়ে জাল লটারির বিশাল কারবার! গোপন ছাপাখানা দেখে অবাক পুলিশ, শেষে জালিয়াতির পর্দাফাঁস

