Business News: পারিবারিক ব্যবসা থেকেই নতুন বিজনেস আইডিয়া, ডাক শুনেই ছুটে আসে ক্রেতা! দৈনিক আয় হাজার হাজার টাকা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
East Bardhaman Business News: দুগ্ধজাত পণ্য বাইক নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে প্রতিদিন মোটা টাকা আয় করেন বর্ধমানের সঞ্জয় ঘোষ।
বর্ধমান, সায়নী সরকার: পাঠ্যপুস্তকের গল্পের বাস্তব রূপ! ছোটবেলার পাঠ্যপুস্তকের পাতা উল্টে আমরা মুগ্ধ হয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকের অমল আর দইওয়ালার সেই সহজ, সরল, এবং হৃদয়গ্রাহী কথোপকথনে। দইওয়ালার মুখে সেই মন-ভোলানো ডাক যেন আজও আমাদের স্মৃতির অলিন্দে খেলা করে। সেই ডাককে আজ যেন বাস্তবের রূপ দিয়েছেন এক মিষ্টি বিক্রেতা। কবির গল্পে ছিল ‘দই, ভাল দই’ আর বাস্তবে ‘পনির, ভাল পনির’। শুরুটা হয়েছিল এই ডাককে সঙ্গী করে একা পায়ে হেঁটে। আজ সারাদিনে বিক্রি করেন প্রায় কয়েক হাজার টাকার দুগ্ধজাত পণ্য।
নিজের বাইককে সঙ্গী করে পৌঁছে যান বর্ধমানের বিভিন্ন এলাকায়। বর্ধমান থেকে কয়েক কিলোমিটার দূরে পাড়ুই গ্রামের বাসিন্দা সঞ্জয় ঘোষ। আর্থিক সমস্যার কারণে তার কলেজে পড়াটা হয়ে উঠেছিল কষ্টসাধ্য। কিন্তু তার মধ্যে ছিল অদম্য জেদ ও ইচ্ছা শক্তি। তাই ঠিক করেন নিজের কাজ করেই চালাবেন পড়াশোনা। গ্রাম ছেড়ে বর্ধমান শহরে এসে করেছিলেন বেশ কিছু কাজ। কিন্তু কোনওটাতেই তার মন বসছিল না। তারপরই তার মাথায় আসে দুধ থেকে কিছু করার। কারণ তাদের পারিবারিক ব্যবসা দুধ থেকে ছানা তৈরি করে মিষ্টির দোকানে সরবরাহ করা। এরপরই শুরু করেন পনির বিক্রি। প্রথম দিকে যাত্রা পথ খুব একটা মসৃণ না হলেও, হাল ছাড়েননি তিনি।
advertisement
advertisement
ধীরে ধীরে বাড়িয়ে তুলেছেন ব্যবসা। আর এই উপার্জন থেকেই চালিয়েছেন নিজের পড়াশোনা। বর্তমানে তিনি একা নন, আরও প্রায় ২০-২২ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। প্রায় ২৬ বছর ধরে ভোর ৩.৩০-এ উঠে শুরু হয় পনির, রাবরি, রসগোল্লা সহ প্রায় কুড়ি রকমের দুগ্ধজাত পণ্য তৈরির কাজ। বেলা ৮ টায় বাইক নিয়ে বেড়িয়ে পরেন বর্ধমান শহরের উদ্দেশ্যে। বাইক নিয়ে ছুটে চলেন একপ্রান্ত থেকে আর একপ্রান্ত। এক ফোনে পৌঁছে যান বিভিন্ন মানুষের বাড়ির দুয়ারে। রাত প্রায় দশটা পর্যন্ত চলে এই কাজ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে একটি দোকানও করেছেন তিনি। ছানা থেকেই শুরু। তাই তার দোকানের নাম ছানার পাঁচালী। এই নাম ব্যবহার করে একটি ব্র্যান্ড করতে চান তিনি। সঞ্জয় বাবু জানান, একটা সময় কি করবেন, সেটা নিয়ে খুব ভেঙে পরেছিলেন। তখন অমল ও দইওয়ালার কথা মাথায় আসে। শুরু করেন মিষ্টি ও পনির বিক্রির কাজ। বর্ধমান শহরের নানান প্রান্তে গিয়ে পনির বিক্রি শুরু করেন। আস্তে আস্তে মানুষের সঙ্গে বেড়েছে পরিচিতি। ভুল থেকে শিক্ষা নিয়ে খাবারের স্বাদ-গুণগত বাড়িয়ে তুলেছেন। এখন প্রতিদিন প্রায় কুড়ি রকমের জিনিস নিয়ে পৌঁছে যান শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
December 02, 2025 8:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Business News: পারিবারিক ব্যবসা থেকেই নতুন বিজনেস আইডিয়া, ডাক শুনেই ছুটে আসে ক্রেতা! দৈনিক আয় হাজার হাজার টাকা
