TRENDING:

South 24 Parganas News: গরমে পুড়ে ডিউটিতে পুলিশকর্মীরা! এসডিপিও যা করলেন ভাবার বাইরে!

Last Updated:

South 24 Parganas News: গরমে পুলিশকর্মীদের খোঁজে ডায়মন্ডহারবারে ডাব, ছাতা ও ঠান্ডা জল হাতে বের হলেন এসডিপিও মিতুন কুমার দে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ডহারবার: গরমে পুলিশকর্মীদের খোঁজে ডায়মন্ডহারবারে ডাব, ছাতা ও ঠান্ডা জল হাতে বের হলেন এসডিপিও মিতুন কুমার দে। শুক্রবার তিনি পুলিশকর্মীদের খোঁজে বাইরে বের হয়েছিলেন। তাঁর এই ভূমিকায় খুশি কর্তব্যরত পুলিশকর্মীরা। তীব্র গরমের দাপটে নাজেহাল জনজীবন। তবুও আইনশৃঙ্খলা রক্ষায় এই গরমেও চলছে পুলিশের নজরদারি। বিশেষ করে ট্রাফিক পুলিশের কর্মীরা প্রবল গরমের মধ্যে দাঁড়িয়ে একপ্রকার লড়াই করছেন। কে বা রাখে তাদের খোঁজ।
advertisement

তবে কেউ খোঁজ রাখুক বা নাই রাখুক, উর্ধ্বতন কর্তৃপক্ষ হিসাবে এসডিপিও মিতুন কুমার দে যে তাঁদের খোঁজ রাখেন তা আরও একবার প্রমাণিত হল। আগেও তিনি একাধিক পদক্ষেপ গ্রহণ করে সকলের নজরে এসেছিলেন। এবার গরমের মধ্যে কেমন রয়েছে পুলিশকর্মীরা সে সম্বন্ধে তিনি খোঁজখবর নিয়েছেন। পুলিশকর্মীদের গরমের হাত থেকে বাঁচতে বেশ কিছু টিপস দেন।

advertisement

আরও পড়ুন:   চলছে শেষ মুহূর্তের চৈত্র সেলের কেনাকাটা! কি বলছে পুরুলিয়ার মানুষ!

আরও পড়ুন:

View More

স্বয়ং এসডিপিওকে কাছে পেয়ে উৎফুল্ল পুলিশকর্মীরা। কর্তব্যরত এক পুলিশকর্মী জানান এসডিপিও সাহেব এসে খোঁজখবর নিয়েছেন। গরমে বেশি করে জল পান করতে বলেছেন। এভাবে খোঁজ নেওয়ায় খুবই ভালো লাগছে। এদিকে এসডিপিও কর্তব্যরত সকল পুলিশকর্মীদের জন্য ঠান্ডা জলের বোতল, ডাব, লস্যি, ছাতা ও খাবার সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। সেগুলি সবই তাদের হাতে তুলে দেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: গরমে পুড়ে ডিউটিতে পুলিশকর্মীরা! এসডিপিও যা করলেন ভাবার বাইরে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল