তবে কেউ খোঁজ রাখুক বা নাই রাখুক, উর্ধ্বতন কর্তৃপক্ষ হিসাবে এসডিপিও মিতুন কুমার দে যে তাঁদের খোঁজ রাখেন তা আরও একবার প্রমাণিত হল। আগেও তিনি একাধিক পদক্ষেপ গ্রহণ করে সকলের নজরে এসেছিলেন। এবার গরমের মধ্যে কেমন রয়েছে পুলিশকর্মীরা সে সম্বন্ধে তিনি খোঁজখবর নিয়েছেন। পুলিশকর্মীদের গরমের হাত থেকে বাঁচতে বেশ কিছু টিপস দেন।
advertisement
আরও পড়ুন: চলছে শেষ মুহূর্তের চৈত্র সেলের কেনাকাটা! কি বলছে পুরুলিয়ার মানুষ!
আরও পড়ুন:
স্বয়ং এসডিপিওকে কাছে পেয়ে উৎফুল্ল পুলিশকর্মীরা। কর্তব্যরত এক পুলিশকর্মী জানান এসডিপিও সাহেব এসে খোঁজখবর নিয়েছেন। গরমে বেশি করে জল পান করতে বলেছেন। এভাবে খোঁজ নেওয়ায় খুবই ভালো লাগছে। এদিকে এসডিপিও কর্তব্যরত সকল পুলিশকর্মীদের জন্য ঠান্ডা জলের বোতল, ডাব, লস্যি, ছাতা ও খাবার সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। সেগুলি সবই তাদের হাতে তুলে দেন তিনি।
নবাব মল্লিক