এদিকে শিক্ষক মহাশয়কে বিজয়ার প্রণাম জানাতে তাঁর বাড়িতে আসেন এক ছাত্র সুনীতি সরদার। তিনি বাড়িতে আসার পর দেখেন বাড়ির সমস্ত দরজা, জানালা খোলা এবং বাড়ির মধ্যে আলো জ্বলছে। এরপর শিক্ষক মহাশয়কে নাম ধরে ডাকতে শুরু করেন তিনি।কিন্তু শিক্ষকের কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয় তাঁর। এরপর ডাকাতির ঘটনা সামনে আসে। একে একে ওই শিক্ষকের বাড়ির সামনে জড়ো হতে থাকেন তাঁর প্রতিবেশীরা।
advertisement
ঘটনার খবর দেওয়া হয় যুগলবাবুকেও। এরপর তড়িঘড়ি ওই শিক্ষক এবং তার পরিবারের লোকজন ঘরে আসেন এবং ঘটনায় ক্ষতির পরিমাণ অনুমান করেন। কুলপি থানায় একটি লিখিত অভিযোগও জানিয়েছেন তাঁরা। লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ। রাতের অন্ধকারে জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দারা।
advertisement
নবাব মল্লিক
Location :
First Published :
October 06, 2022 4:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : বাড়ির সবাই ঠাকুর দেখতে গেছে! এই সুযোগে ভয়াবহ কাণ্ড ঘটালো ডাকাতদল