বছরের পর পর বছর ধরে এই প্রথা চলে আসছে। তবে সাম্প্রতিক সময়ে মাটির ঘটের বদলে অনেকেই ব্যবহার করেন প্লাস্টিকের ঘট। তবে মাটির ঘটের যে ঐতিহ্য রয়েছে সেজন্য মাটির ঘটের চাহিদায় ভাটা পড়েনি কখনও।
আরও পড়ুন: সুন্দরবনের নতুন আলো! অভিনব এই উদ্যোগের কথা জানলে আপনারও মন ভরে যাবে
advertisement
১৫ টাকা থেকে শুরু হয়ে ৬০ টাকা পর্যন্ত দাম রাখা হয়েছে এই মাটির ঘটের। অনেক সময় দাম-দর করে ১০ টাকাতেও মেলে এই ঘট। শ্রাবন মাসে এই ঘট বিক্রির জন্য রাস্তার পাশে দোকান নিয়ে বসতে দেখা যায় অনেককে।
আরও পড়ুন: এবারও কি দক্ষিণবঙ্গের এই জেলায় রেকর্ড বৃষ্টি? জানুন আবহাওয়ার আগাম আপডেট
তাঁদের অধিকাংশই দাবি করেছেন বাজারে প্লাস্টিকের ঘট আসলেও মাটির ঘটের চাহিদা রয়েছে। এই চাহিদা দিনের পর দিন বাড়ছে। এবছর শ্রাবণ মাস মলমাস থাকায় প্রথম দিকে একটু কম পরিমাণে এই ঘট বিক্রি হয়েছিল। তবে সময় যত এগিয়েছে ততই বিক্রি বেড়েছে এই ঘটের।
নবাব মল্লিক