গ্রামের পাশের ঠাকুরাইন নদীর চর ও ধানের জমিতে একাধিকবার মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের টাটকা পায়ের ছাপ। প্রায়শই বাঘের আনাগোনা টের পাচ্ছেন গ্রামবাসীরা। বন্যজন্তর রক্তের দাগও মিলেছে। গ্রামবাসীদের অনুমান, বুনোশুকর খেয়ে গিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারটি। আতঙ্ক এতটাই তীব্র হয়েছে যে ভয়ে বাইরে বের হচ্ছে না কেউই। আর সেজন্য বাঘের আতঙ্ক কাটাতে স্থানীয় বাসিন্দারা শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন।
advertisement
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
বাসিন্দাদের পক্ষ থেকে গণস্বাক্ষর করে বাঘের আতঙ্ক দূর করার জন্য ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। কারণ বাঘের আতঙ্কে নদীতে মাছ, কাঁকড়া ধরার পাশাপাশি জমিতে চাষাবাদ প্রায়ই বন্ধের মুখে। প্রান্তিক মানুষদের জীবন-জীবিকা কার্যত সঙ্কটে। পঞ্চায়েত প্রধান সঞ্জয় সাউ আতঙ্কের কথা স্বীকার করে নিয়েছেন।
তিনিও জেলাশাসক, বনদফতর-সহ বিভিন্ন দফতরের কাছে বাঘের আতঙ্ক দূর করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। তবে দক্ষিণ ২৪ পরগনার মুখ্য বনাধিকারিক মিলন মণ্ডল জানিয়েছেন, বাঘ আছে ধনচির জঙ্গল লাগোয়া এলাকায়। বসতি এলাকায় ঢুকছে না। ওই এলাকায় জঙ্গলের দিকে নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
নবাব মল্লিক