এ নিয়ে অবর বিদ্যালয় পরিদর্শক শ্যামল মল্লিক জানান, আমরা নির্দেশ পেয়েছি। কিন্তু বিষয়টি আমাদের উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। সেই নির্দেশ মতো কাজ করব। এই নির্দেশের এখনই গুরুত্ব দিচ্ছি না।
এলাকার কিছু স্কুলের শিক্ষক এই নির্দেশকে গুরুত্ব দিতে রাজি নন। রাজ্যের প্রধান শিক্ষকদের সংগঠনের রাজ্য সম্পাদক চন্দন মাইতিও এই নির্দেশকে বেআইনী হস্তক্ষেপ বলে জানান।
advertisement
আরও পড়ুন: কীভাবে রক্ষা পাবে সুন্দরবন! গোসাবাতে বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী
পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ আবদুর রজ্জাক বলেন, আমি সমিতির প্যাডে দিইনি। ব্যক্তিগতভাবে জানতে এই নির্দেশ দিয়েছিলাম, দল কিছু জানেনা। বিধায়ক সমীর জানা বলেন, নির্দেশটা আমি এখনও দেখিনি। দেখার পর বিষয়টি নিয়ে বলতে পারব। প্রয়োজন হলে এই নির্দেশ বাতিল করা হবে।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
March 18, 2023 11:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : ধর্মঘটে স্কুলে গরহাজির! রিপোর্ট তলব পঞ্চায়েত সমিতির সভাপতির