খেলা বরাবরই ভালোবাসেন একসময় মাঠে নেমে খেলতেন বলে জানান দিলীপ মণ্ডল। অনেকটা পুরানো ছন্দেই বল আটকে দেখালেন। এই ধরনের খেলার আয়োজনের ভূয়সী প্রশংসা করলেন শওকত মোল্লা। নতুন ফুটবলার তুলে আনতে তাঁরা অ্যাকাডেমি করার কথা ভাবছেন বলে জানান।
আরও পড়ুন - Weather Update: সকাল থেকেই কলকাতায় শিরশিরে ঠান্ডা ফেরত, রাজ্যে রাজ্যে জারি বৃষ্টির অ্যালার্ট
advertisement
আরও পড়ুন - Gossip: বিয়ের দিনেই এত্ত বড় কেলেঙ্কারি ভারতীয় এই তারকার, জীবনের সবচেয়ে বড় ভুল মানছেন
পাশাপাশি সোনারপুরের বিধায়ক লাভলী মৈত্র তিনি জানিয়েছেন, ‘‘আজকাল দেখা যাচ্ছে ছোট ছোট ছেলে মেয়েরা খেলার প্রতিঅতটা আগ্রহ দেখাচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে মোবাইলের উপরে বেশি নজর দিতে দেখা যাচ্ছে। তাই সব কিছু কথা মাথায় রেখে এই ধরনের খেলার আয়োজন প্রতিটা ক্লাবের পক্ষ থেকে এই ধরনের খেলার আয়োজন করা উচিত। এতে এখনকার দিনের ছেলেদের মোবাইল থেকে মাথা সরিয়ে খেলার প্রতি আগ্রহ টানতেএই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরাও খেললাম খুব ভাল লাগল। তাই আগামীর ভবিষ্যৎ টিকিয়ে রাখতে গেলে খেলার গুরুত্ব ও অন্যতম। যেকোনো খেলায় মনবল শক্ত করে এবং শরীর ভাল হবে এবং একে অপরের প্রতি ভালবাসার টান থেকে যাবে৷’’
Suman Saha





