এ বিষয়ে এক যুবক জানান আমরা বেকার সাধারণত একটা সরকারি চাকরি পেলে আমার পরিবারটি অনেকটাই উন্নতি হবে।পাশাপাশি উনি যে একজন প্রতারক আমরা বুঝতে পারিনি। তবে আমরা চাকরি না পেয়ে বুঝতে পারি আমরা প্রতারিত হয়েছি তাই আমরা সোনারপুর থানায় অভিযোগ দায়ের করিএরপর সোনাপুর থানা পুলিশ প্রথমে দু'জনকে গ্রেফতার করে আজ আরো একজনকে গ্রেফতার করেছে বলে জানতে পেরেছি।
advertisement
আরও পড়ুন: অনু্ব্রতর রাইস মিলে কারচুপি! খাদ্য দফতরের কাছে হিসেব জানতে চাইল সিবিআই!
ধৃত জয়ন্ত ভট্টাচার্য তিনি বোসপুকুর এলাকায় সাইবার ক্যাফে চালাত বলে জানা গিয়েছে। তল্লাশি চালিয়ে আবার নতুন করে নগদ ৪৮ হাজার টাকা, প্রিন্টার, কম্পিউটার, স্ট্যাম্প, নানান সরকারি নথি উদ্ধার ও সেগুলি সোনারপুর থানার পুলিশ বাজেয়াপ্ত করেছে । সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ঘটনায় ১৭ই অগাস্ট বৈকুন্ঠপুর এলাকা থেকে চিকিৎসক উত্তম মুখার্জি ও তার ছেলে অর্ণব মুখার্জি কে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে জয়ন্ত ভট্টাচার্যর হদিস পাওয়া যায় বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। ধৃতকে আজ বারুইপুর মহাকুমা আদালতে তোলা হবে।
সুমন সাহা