আর তার রেশ কাটতে না কাটতে আবারও বড়োসড় দুর্ঘটনা। জয়নগর থানার দক্ষিন বারাসতের দক্ষিন কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি গাড়ি দক্ষিন বারাসত থেকে জয়নগরের দিকে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে।
আরও পড়ুন – রবীন্দ্রনাথ থেকে সত্যজিৎ -সান্নিধ্য পেয়েছেন সকলের, চিনে নিন সুশীল মজুমদারকে নতুনভাবে
advertisement
আর যার জেরে এলাকায় বেশ কিছুক্ষণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগের কাজ করলে আবারো এলাকায় বিদ্যুৎ চলে আসে।
আরও পড়ুন – টরেন্টোতে সুরের হাট, তারকারা পাড়ি দেবেন সাগরপারে, বাঙালিয়ানার স্বাদে বুঁদ হবেন প্রবাসীরা
পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িতে থাকা ব্যাক্তির নাম দেবব্রত গিরি,বাড়ি নামখানা থানা এলাকায়। তবে হতাহতের কোনো খবর নেই। খবর পেয়ে জয়নগর থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে তদন্তের কাজ শুরু করেছে। আর বার বার পথ দূর্ঘটনা ঘটায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি যদি এই রাস্তাতে বেশ কয়েকটি স্পিড ব্রেকার করে দেওয়া যায় তাহলে এই ধরনের দুর্ঘটনা থেকে অনেকটাই হারানো যাবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
Suman Saha