গুলি চলার পরেই বিয়েবাড়ির নিমন্ত্রিত অতিথিরা ছোটাছুটি শুরু করে দেন। অনেকেই বাড়ি ফিরে যান। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে চলে আসে। এই ঘটনায় শেখ বাপ্পা নামের এক যুবকের নাম উঠে আসছে। এই ঘটনার পর এলাকার পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌছায়। অভিযুক্তের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। সূত্রের খবর ওই যুবকের আত্মীয়ার বিয়ের অনুষ্ঠান চলছিল কপাটহাট রজনী ভিলাতে।
advertisement
আরও পড়ুন: অভাবের সংসার! টোটো চালিয়েই পড়াশুনো ও সংসার চালাচ্ছে একরত্তি মেয়ে!
গুলি চালানোর সময় ওই যুবক মত্ত অবস্থায় ছিলেন বলে খবর। প্রথমে ওই যুবক চিৎকার চেঁচামেচি জুড়ে দেয় অনুষ্ঠানে। পরে পিস্তল থেকে এক রাউন্ড গুলি ছোঁড়ে বলে অভিযোগ। ঘটনায় আত্মীয়- স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন। বর ও কনেকেও বের করে নিয়ে যাওয়া হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আইন শৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন। কীভাবে অভিষেক বন্দোপাধ্যায়ের রিভিউ মিটিং চলাকালীন, মিটিং থেকে ঢিলছোঁড়া দূরত্বে এই গুলি চলল তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
নবাব মল্লিক