পরে কলেজ ছাত্রী কমলা সর্দার জানতে পারে ওই যুবক বিবাহিত এবং তাঁর সন্তানও রয়েছে। এই কথা জানাজানি হতেই প্রেমের পথ থেকে সরে আসে কলেজ ছাত্রী। কিন্তু ওই যুবকের পরিবারে তরফ থেকে দেওয়া হয় হুমকি এমনটাই অভিযোগ কলেজ ছাত্রীর পরিবারের।
আরও পড়ুন- Weather Update: কলকাতায় ঠান্ডার জবর কামড়! এরইমধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের চোখ রাঙানি
advertisement
আরও পড়ুন - রাতারাতি তারকা তিতাস! বিশ্বকাপ জয়ী দিদিই এখন আইকন খুদে ক্রিকেট শিক্ষার্থীদের
এই অপমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় কলেজ ছাত্রী। মৃত্যুর আগে অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে একটি সুসাইড নোট লিখে রেখে যায়। শাস্তির দাবিতে নোট লিখে রেখে যায় এমনটাই পরিবারের তরফ থেকে জানা যায়। ওই কলেজ ছাত্রীর পরিবারের দাবি অভিযুক্ত ওই যুবকের শাস্তি দেওয়া হক। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। শুরু হয়েছে ঘটনা তদন্ত।
Suman Saha






