শনিবার জয়নগর বিধানসভার অন্তর্গত বকুলতলা ময়দা বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় একটি পুকুরের ব্যালট পেপার ভাসতে দেখে গ্রামবাসীরা। এরপর পুকুরে জাল দেওয়া হয়, পুকুরে জাল দেওয়ার পর অবাক গ্রামবাসীরা। এক দুটো নয়, চার চারটে ব্যালট বক্স উদ্ধার হল ওই পুকুর থেকে। সামনেই পঞ্চায়েত ভোটের বোর্ড গঠন আর তার আগে ব্যালট বাক্স উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
advertisement
আরও পড়ুন- এ কী কাণ্ড! দুর্গন্ধময় জলে ভেসে যাচ্ছে হাসপাতাল… হিমশিম খাচ্ছেন মানুষ
আরও পড়ুন- বেহালার পর খড়্গপুর! বেপরোয়া অডির ধাক্কায় নিহত পুলিশ অফিসার, মৃত গাড়ির দুই আরোহীও
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ৮ জুলাই জয়নগর বিধানসভা বকুলতলা থানার অন্তর্গত ময়দা বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ময়দা গ্রাম পঞ্চায়েতের ১৪১, ১৪৩ ও ১৪৪ নম্বর বুথের ভোট গ্রহণ কেন্দ্র করা হয়। ভোট চলাকালীন শাসক বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় চত্বর। এলাকায় বোমাবাজি ও স্কুলে ভাঙচুর শুরু করে দুষ্কৃতীরা। এরপর রাজ্যের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পুনরায় ১০ তারিখ পুনঃনির্বাচন করা হয়।
এলাকার এক বাসিন্দা কৃষ্ণ দাস নস্কর তিনি জানান, ‘আমি প্রতিদিনের মত কাজে যাচ্ছিলাম দেখলাম স্কুলের সামনের পুকুরে এক ব্যক্তি জাল ফেলছে৷ প্রথমে জালে একটি ব্যালট পেপার উদ্ধার হয়। এরপর একে একে চারটি ব্যালট বক্স। ভোটের সময় যে দুষ্কৃতির তাণ্ডব চলেছে গোটা এলাকায় এটা তারই ফলস্বরূপ। এলাকায় অশান্তি যেন অব্যাহত রয়েছে।’ ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বকুলতলা থানার পুলিশ পৌঁছে চারটি ব্যালট বক্স উদ্ধার করে নিয়ে যায়। পুকুরের মধ্যে কীভাবে ব্যালট বক্স এল তার তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ। ব্যালট বক্স পুকুরের মধ্যে কিন্তু ভোট গণনা কীভাবে সম্পূর্ণ হল, তা নিয়ে রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্যের বিরোধী শিবির।
সুমন সাহা