স্থানীয় মানুষ জনের দাবি রাতের অন্ধকারে এই গাছ কাটা হয়েছে। গাছ কাটার আগে চটের আস্তরণ দেওয়া হয়েছিল। এই গাছের ছায়ায় মানুষজন তীব্র গরমে আশ্রয় নিত, বসত আড্ডার আসর, পাখিদের আনাগোনা লেগেই থাকত সবসময়। বর্তমানে গাছের গোড়া থেকে তুলে নেওয়ার চেষ্টা চলছে। তবে কারা এই কাজ করছে তা জানা যায়নি।
আরও পড়ুন:
advertisement
এ নিয়ে বিষ্ণুপুর ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকর পক্ষ থেকে জানানো হয়েছে যে তার কাছে মৌখিক অভিযোগ এসেছে লিখিত কোন অভিযোগ হয়নি। তাও তিনি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেবেন। এ নিয়ে তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর ২ নম্বর ব্লকের সভাপতি চিত্তরঞ্জন কাড়ার বলেন, এই কাজের সঙ্গে যে বা যারা যুক্ত আছে তাদের শাস্তি হওয়া দরকার। ব্যাপারটি প্রশাসনের তদন্ত করে দেখা উচিৎ বলে জানিয়েছেন তিনি।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
June 02, 2023 10:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : ১০০ বছরের পুরনো! রাতারাতি উধাও! ঘটল কী? জানুন