TRENDING:

South 24 Parganas News: ট্রেন বন্ধ করে ভাঙা হল ফুট ওভারব্রিজ, নতুন ব্রিজ পেল জয়নগর রেলস্টেশন

Last Updated:

ট্রেন চলাচল বন্ধ করে ভাঙা হল বেহাল ফুট ওভারব্রিজ।  নতুন ওভারব্রিজ চালু হওয়ায় খুশি জয়নগরের রেল যাত্রীরা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা : প্রায় ১১ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ করে বেহাল ফুট ওভারব্রিজ ভাঙা হল। নতুন ওভারব্রিজ চালু হওয়ায় জয়নগরে খুশি এলাকাবাসী থেকে রেল যাত্রীরা।জয়নগর-মজিলপুর প্ল্যাটফর্মের একটি পুরনো ফুট ব্রিজ ভেঙে ফেলা হয়। রেল সূত্রের খবর, এই জেরে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনে কিছু ট্রেন বাতিলকরা হয়। কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়।
advertisement

আরও পড়ুন: ভাঙছে ঝড়খালি জেটিঘাট, শীতের মরশুমে চিন্তায় পর্যটক থেকে ব্যবসায়ী

রেল সূত্রে জানা গিয়েছে বালিগঞ্জ- নামখানা সেকশনের জয়নগর মজিলপুর স্টেশনে থাকা ফুট ওভার ব্রিজ (এফওবি) ভেঙে ফেলার জন্য ১১ঘণ্টা ট্র্যাফিক ও পাওয়ার ব্লক ছিল। সেই কারণে ৪ নভেম্বর শনিবার রাত ১১ টা বেজে ১০ মিনিট থেকে ৫ নভেম্বর সকাল ১০ টা বেজে ১০ মিনিট পর্যন্ত আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণে ছিল। ফলস্বরূপ শনি ও রবিবারে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়ে ছিল।

advertisement

View More

এ প্রসঙ্গে এক যাত্রী বলেন জয়নগরের এই ফুট ওভার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল যা যাত্রী ওঠানামা করতে কোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতেও পারতো। তবে রেল তৎপর হয়ে একটি নতুন ফুট ওভার ব্রিজ নির্মাণ করে এবং পুরাতন ফুট ওভারব্রিজ ভেঙে ফেলা হলো। আর এই ফুট ওভারব্রিজ টি ভেঙে ফেলার জন্য হয়তো একদিন সাধারণ মানুষের একটু নাজেহাল করতে হয়েছে নিত্যযাত্রীদের। তবে এই একদিনের সমস্যার জন্য সারা জীবনের জন্য একটি ভালো কাজ হলো। এর জন্য রেল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এবং নতুন ফুট ওভারব্রিজ টি চালু হয়ে গিয়েছে সাধারণ মানুষের চলাচলের জন্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়-জঙ্গলে সব পশুকে এক ডাকে ফেরাত এই বাঁশি, আদিম বাদ্যযন্ত্র রাই জনজাতির আত্মা
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ট্রেন বন্ধ করে ভাঙা হল ফুট ওভারব্রিজ, নতুন ব্রিজ পেল জয়নগর রেলস্টেশন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল