আরও পড়ুন: ভাঙছে ঝড়খালি জেটিঘাট, শীতের মরশুমে চিন্তায় পর্যটক থেকে ব্যবসায়ী
রেল সূত্রে জানা গিয়েছে বালিগঞ্জ- নামখানা সেকশনের জয়নগর মজিলপুর স্টেশনে থাকা ফুট ওভার ব্রিজ (এফওবি) ভেঙে ফেলার জন্য ১১ঘণ্টা ট্র্যাফিক ও পাওয়ার ব্লক ছিল। সেই কারণে ৪ নভেম্বর শনিবার রাত ১১ টা বেজে ১০ মিনিট থেকে ৫ নভেম্বর সকাল ১০ টা বেজে ১০ মিনিট পর্যন্ত আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণে ছিল। ফলস্বরূপ শনি ও রবিবারে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়ে ছিল।
advertisement
এ প্রসঙ্গে এক যাত্রী বলেন জয়নগরের এই ফুট ওভার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল যা যাত্রী ওঠানামা করতে কোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতেও পারতো। তবে রেল তৎপর হয়ে একটি নতুন ফুট ওভার ব্রিজ নির্মাণ করে এবং পুরাতন ফুট ওভারব্রিজ ভেঙে ফেলা হলো। আর এই ফুট ওভারব্রিজ টি ভেঙে ফেলার জন্য হয়তো একদিন সাধারণ মানুষের একটু নাজেহাল করতে হয়েছে নিত্যযাত্রীদের। তবে এই একদিনের সমস্যার জন্য সারা জীবনের জন্য একটি ভালো কাজ হলো। এর জন্য রেল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এবং নতুন ফুট ওভারব্রিজ টি চালু হয়ে গিয়েছে সাধারণ মানুষের চলাচলের জন্য।
সুমন সাহা




