
৫০ টাকার পর আসছে ৪০ টাকার বিরিয়ানি। এই ঘোষণাতেই কাশীনগরে সাধারণ মানুষজনের মধ্যে সাড়া পড়ে গিয়েছে। বিরিয়ানি কিনতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি সকলেই। ইতিমধ্যে মাত্র ৫০ টাকায় বিরিয়ানি দিয়ে সাড়া ফেলে দিয়েছে কৃষ মোমো সেন্টার। এই রেস্টুরেন্টের মালিক কৃষ্ণ হালদার জানিয়েছেন সমস্ত ধরণের মানুষের কাছে বিরিয়ানির স্বাদ পৌঁছে দিতে এই আয়োজন। এক সপ্তাহের মধ্যে ৪০ টাকার বিরিয়ানির প্যাকেজ আনতে চলেছেন তিনি। এখানে বিরিয়ানির সঙ্গে কোল্ড ড্রিংকস ফ্রি দেওয়া হচ্ছে। বিরিয়ানি ছাড়াও অন্য ফুড আইটেম রয়েছে সুলভ মূল্যে। কাশীনগর খাড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে এই বিরিয়ানি মিলছে। এই খবর শুনেই দোকানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষজন।