ঘটনায় খোকন বাছার নামে এক যুবককে গ্রেফতার করে ভাঙড় থানার পুলিশ। স্থানীয় একটি আশ্রমে কাজের সুবাদে নিগৃহীতা মেয়েটির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে খোকন বাছারের। তবে সম্পর্কের শুরুতেই খোকন যে বিবাহিত, সেই কথা লুকিয়ে যায়। সম্পর্ক প্রায় দেড় বছর পার করলে, অবশেষে নিগৃহীতা মেয়েটি জানতে পারে খোকন বিবাহিত। এবং তারপরেই সম্পর্ক থেকে বেরিয়ে আসে নিগৃহীতা মেয়েটি। কিন্তু এরপর থেকেই খোকন নানাভাবে মেয়েটিকে বিরক্ত করতে শুরু করে পুনরায় সম্পর্ক তৈরীর জন্য (South 24 Parganas News)। কিন্তু কিছুতেই রাজি হয়নি নিগৃহীতা ওই মেয়ে। আর তার জেরেই আক্রোশের পথে হাঁটে খোকন বাছার।
advertisement
খোকন ওই তরুনীর সঙ্গে দরকারি কথা আছে বলে ডেকে নিয়ে যায়। পরিবার সূত্রে জানা যায়, নিগৃহীতা মেয়েটিকে ঝাল মুড়ি কিনে দেয় খোকন। ঝাল মুড়ি খাওয়ার পরই জ্ঞান হারায় ওই তরুণী। এরপর কাশিয়াডাঙ্গা এলাকায় নিয়ে গিয়ে, সেখানেই ওই তরুণীর প্রথমে দুটি চোখ নষ্ট করে দেয় অভিযুক্ত। তারপর নিগৃহীতা মেয়েটির গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টা করে খোকন। তরুণীর কোন রকম সাড়াশব্দ না পেয়ে মারা গেছে ভেবে, ওই স্থান থেকে নিগৃহীতা মেয়েটিকে ফেলে পালিয়ে যায় খোকন (South 24 Parganas News)। সকালে ওই তরুণীকে স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে, উদ্ধার করে, জয়নগর থানা এলাকায় মেয়েটির বাড়িতে পাঠিয়ে দেয়। সেখান থেকে ওই তরুণীকে প্রথমে মথুরাপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই তরুণী। অভিযুক্ত খোকন বাছার কে এদিন আদালতে তোলা হয়। নিগৃহীতা তরুণীর কাকা জানান, "যেভাবে আজ আমাদের মেয়ের জীবন নষ্ট করল, তাতে অভিযুক্তর চরম শাস্তির দাবি করছি। আশা করব সুবিচার মিলবে।"
তবে অভিযুক্ত খোকন বাছার কে জিজ্ঞাসাবাদ চালিয়ে ঠিক কী কারণে তার এই আক্রোশ, তা খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে ভাঙড় থানার পুলিশ। অভিযুক্তকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
Rudra Roy Narayan