মূলত, এই এলাকায় আগে মনসা পুজো করা হত। সাগর একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় আগে এখানে সাপের উপদ্রব ছিল। এই এলাকাগুলিতে অকাল মনসা পুজো হওয়ার চল ছিল।
ক্রমে এই দ্বীপে সাপের উপদ্রব কমতে থাকে। এরপর স্থানীয়রা মনসা পুজোর সঙ্গে ভীম পুজোর প্রচলন করেন। একসঙ্গে চলতে থাকে দুটি পুজো।
advertisement
এই এলাকার স্থানীয় যুবকরা সারাবছর কাজের জন্য বাইরে থাকেন।
তবে পুজো হলেই তাঁরা এলাকায় চলে আসেন। বর্তমানে সমস্ত পুজো তাঁরাই দেখভাল করেন। ক্রমে পুজো দুটি একত্রিত হয়ে রূপ নেয় মনসা মাতার পুজো ও ভীম মেলায়। তবে এবছর ৩০ ফুটের বিশালাকার ভীম মূর্তি তৈরি করার পর, এলাকায় এই মেলার নাম আরও প্রসারিত হয়েছে।
এবছরের ব্যাপক সাফল্য লাভের পরে, এই পুজো প্রতিবছর চালিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছেন তাঁরা। আপাতত, মেলা উপলক্ষে সবরকম নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।
নবাব মল্লিক