ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুরে। সেখানে ইলেকট্রিক মোটরের সাহায্যে ঢেঁড়স বাগানে জল দিতে গিয়েছিলেন শান্তি গোপাল পাত্র (২৪)। এই জল দিতে যাওয়ার পর তাঁর হাত লাগে বিদ্যুতের কাঁটাতার।
আরও পড়ুনঃ মদের কারখানা বন্ধ করতে কমিটি গঠন! নতুন করে শুরু হবে আন্দোলন
advertisement
এই ঘটনার পর ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। এই ঘটনা দেখতে পেয়ে তাঁকে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তাঁর পরিবারের লোকজন। এরপর সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বুধবার ঢোলাহাট থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠায়। সেখানেই ওই যুবকের মৃতদেহের ময়নাতদন্ত হবে। এরপর মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
আরও পড়ুনঃ বাঘের পেটে আর নয়! এবার ঘরে বসেই মধু সংগ্রহ করতে পারবে সুন্দরবনের মৌলেরা! লাখ টাকা আয়!
এভাবে বিপজ্জনকভাবে ইলেকট্রিক মটোরের ব্যবহারে আগেও বিপদ ঘটেছে বিভিন্ন জায়গায়। পাথরপ্রতিমার এই ঘটনা তার নবতম সংযোজন। এভাবে বিদ্যুতের খোলা তার ব্যবহার করার সময় সকলকে আরও বেশি সতর্ক থাকতে হবে বলে মনে করছেন স্থানীয়রা।
Biswajit Halder