পুলিশ সূত্রে জানা যায়, এদিন রাতে মথুরাপুর থানার সিদ্ধেশ্বর নতুন কলোনি এলাকায় এক যুবক ২ হাজার টাকার জাল নোটের বান্ডিল নিয়ে ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে সেই খবর পায় মথুরাপুর থানার পুলিশ। এর পরেই মথুরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে গ্রেফতার করে। যুবকের থেকে মোট ২৫ টি ২ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে বলে জানায় পুলিশ। ধৃত যুবক জয়নগর থানা এলাকার বাসিন্দা।
advertisement
তবে কী কারণে জাল নোট নিয়ে মথুরাপুর থানা এলাকায় ঘোরাঘুরি করছিল ওই যুবক? তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এলাকায় জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ধৃতকে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে পেশ করা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
আনিশ উদ্দিন মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2023 8:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পকেটে যা নিয়ে ঘুরছিল সন্দেহভাজন যুবক, জানলে চমকে যাবেন






